প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি এক সাক্ষাৎকারে নিক জোনাসের স’ঙ্গে সংসার এবং ভবি’ষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। অভিনেত্রী সেখানে জানিয়েছেন, ১১ স’ন্তানের মা হতে চান তিনি!
৩৮ বছর ব’য়সী প্রিয়াঙ্কা চোপড়াকে দ্য সানডে টাইমসের সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়, তিনি কয়টি স’ন্তান নিতে চান সেই সম্প’র্কে। উত্তরে প্রিয়াঙ্কা হেসে বলেন, ১১ স’ন্তান চান তিনি, তাদের নিয়ে গড়তে চান একটি ক্রিকেট টিম।
এরপর একটু ভেবে বলেন, ‘১১ স’ন্তান অবশ্য অনেক। আমি আসলে নিশ্চিত নই’। সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা কথা বলেছেন নিক জোনাসের স’ঙ্গে তার ব’য়সের ১০ বছরের পার্থক্য নিয়েও। প্রিয়াঙ্কার মতে, ব’য়সের এই পার্থক্য তাদের ভালোবাসায় কোনো প্রভাব ফেলতে পারে না। কারণ, নিক জোনাসের স’ঙ্গে তার বোঝাপড়া অনেক ভালো।
আরও পড়ুন= বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’তে অভিনয় করবেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমাটির শুটিং শুরুর আগে ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তার বাসভবনে যান ছবিটির অভিনেতা-অভিনেত্রীরা।
আরিফিন শুভ, নুসরাত ফারিয়ার, নুসরাত ইমরোজ তিশার স’ঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন দীঘিও। গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর স’ঙ্গে সাক্ষাতের অনুভূতি ব্যক্ত করেছেন দীঘি।
প্রধানমন্ত্রীর বাসভবনে গত শনিবার (৯ জানুয়ারি) দিনটি বেশ কে’টেছে দীঘির। দীর্ঘক্ষণ প্রধানমন্ত্রীর স’ঙ্গে বঙ্গবন্ধুর পরিবার নিয়ে কথা বলেছেন তারা। এ সময় হাজির ছিলেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহা’নাও।
প্রধানমন্ত্রীর স’ঙ্গে দীঘির কী কী কথা হলো? জানার আ’গ্রহে মিলেছে উত্তর। দীঘি গণমাধ্যমকে জানিয়েছেন, একেবারে সাধারণ মানুষ হয়ে আমাদের স’ঙ্গে মিশেছেন তিনি।