ক’রোনাকালের শুরু থেকেই মানুষের পাশে ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এবার নিজেই ক’রোনাভা’ইরাসেে আ’ক্রান্ত হলেন তিনি। গতকাল শনিবার কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর দেন তিনি। এর পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে মাশরাফীর জন্য দোয়া চেয়েছেন তাঁর জাতীয় দলের সতীর্থরা।
জাতীয় দলে সতীর্থদের আগলে রেখেছেন মাশরাফী। তাই সাবেক অধিনায়কের ক’রোনায় আ’ক্রান্ত হওয়ার খবরে মুশফিক, সৌম্য, লিটন, রুবেলদের ভীষণ মন খা’রাপ। সবার প্রার্থনা, ভালো হয়ে উঠুক তাঁদের প্রিয় তারকা নড়াইল এক্সপ্রেস।
মুশফিকুর রহিম নিজের ফেসবুক পেজে মাশরাফিকে নিয়ে লিখেছেন, ‘আপনি সব সময়ই চ্যাম্পিয়ন থাকবেন। ইনশাআল্লাহ, আপনি অশুভ সবকিছুকে জয় করতে পারবেন। লক্ষ কোটি মানুষ আপনার জন্য দোয়া করছে ভাই, এ দেশের আপনাকে দরকার।’
টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘শ’ক্ত থাকুন। আপনার জন্য দোয়া করি ভাই। সবাই দয়া করে তাঁর জন্য দোয়া করুন। সর্বশ’ক্তিমান আল্লাহ যেন আপনাকে দ্রু’ত সুস্থ করে দেন। আমিন।’
দলের আরেক সদস্য লিটন দাস লিখেছেন, ‘দ্রু’ত সুস্থতার প্রার্থনা করছি।’
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘আল্লাহ আপনাকে দ্রু’ত সুস্থ করে তুলুন।’
সৃষ্টিকর্তার কাছে মাশরাফীর মঙ্গল চেয়ে ওপেনার সৌম্য স’রকার লিখেছেন, ‘আশা করি, মাঠের যোদ্ধার মতোই যু’দ্ধ করে বেশ ভালোভাবেই ফিরে আসবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আমি সারা দেশে যাঁরা কোভিড-১৯ এ আ’ক্রান্ত হয়েছেন, সবার জন্যই প্রার্থনা করছি সবাই যেন দ্রু’ত সুস্থ হয়ে ওঠে। শ’ক্ত থাকুন চ্যাম্প।’
আরেক ওপেনার ইমরুল কায়েস মাশরাফীর ক’রোনা আ’ক্রান্ত হওয়ার খবর পেয়ে লিখেছেন, ‘মাশরাফী বিন মোর্ত্তজা ভাইয়ের ক’রোনা পরীক্ষার ফলাফল পজিটিভ শুনে খুব খা’রাপ লাগছে। দোয়া করি তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’
অভিজ্ঞ পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘দোয়া করি, আল্লাহ আপনাকে দ্রু’ত সুস্থ করে তুলুন ম্যাশ ভাই।’
আরেক পেসার তাসকিন আহমেদ, ‘আপনি সকল যু’দ্ধেই জয়ী হয়েছেন, ইনশাআল্লাহ আপনি এই যু’দ্ধেও জিতবেন। আমার চ্যাম্প শ’ক্ত থাকুন, ভাই।’