অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন মডেল ও অভিনেত্রী এ্যানি খান। দীর্ঘ ২৩ বছরের মিডিয়া ক্যারিয়ারের পাঠ শেষ করতে চলেছেন তিনি। এরপর একজন সাধারণ ধার্মিক মানুষ হিসেবে বাকি জীবন কা’টানোর পরিকল্পনা নিয়েছেন। শনিবার গণমাধ্যমকে নিজের অভিনয় ছাড়ার বি’ষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।
এ্যানি খান বলেন, ‘গত বছর থেকে মিডিয়া ছাড়ার পরিকল্পনা করছি, চলতি বছরের জানুয়ারি মাস থেকে নিজের মধ্যে সি’দ্ধান্তটা বেশি করে নাড়া দিতে থাকে। মার্চের ১৯ তারিখ শেষবার শুটিং করেছি। তারপর ক’রোনায় সবকিছু বন্ধ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, নফল নামাজ পড়ছি, কোরআন হাদিস পড়ছি। অনেক কিছু থেকে পিছিয়ে ছিলাম শিখছি। আর মিডিয়া আমাকে টানছে না, তাই এই পেশা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সি’দ্ধান্ত নিলাম।’
এ্যানি খান আরও বলেন, ‘প্রতিদিন মৃ’ত্যুর খবর যেভাবে শুনছি, এত মৃ’ত্যুর খবর আগে শুনিনি। এরমধ্যে আমার বাবাকে হা’রিয়েছি, আরও অনেক কাছের মানুষ চলে যাচ্ছে। আমি একজন মু’সলিম। মু’সলিম হিসেবে ধর্মীয় বি’ষয়গুলো যতোই জানার চেষ্টা করছি ততই ধর্ম বি’ষয়ক জ্ঞান বাড়ছে।
এতে করে অনেক কিছুতে বিধিনি’ষেধ চলে আসছে। দু মিনিট পরে আমি বাঁচবো কিনা জানিনা। মৃ’ত্যুর পরে অনন্ত কালের জন্য আমি কি সঞ্চয় করলাম? এ সবকিছু চিন্তাভাবনা মিলিয়ে আমি আর মিডিয়ার কাজে ফিরতে চাইছি না। এজন্য কেউ আমাকে ভণ্ড বলতে পারেন, খা’রাপ বলতে পারেন। তাতে আমার কিছু যায় আসে’না।’
এ্যানি খান অভিনীত পাঁচ’টি সিরিয়াল বিভিন্ন টিভিতে প্রচার হচ্ছে। আর কাজে ফিরতে চান না তিনি।শি’শুশিল্পী হিসেবে মিডিয়াতে কাজ শুরু করেছিলেন এ্যানি খান। অনেক বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেছেন তিনি। বর্তমানে ঢাকাতে নিজেদের বাড়িতে বসবাস করছেন। আগামী বছর বিয়ের পরিকল্পনা করেছেন। মিডিয়া থেকে দূরে সরে এক অন্যরকম নতুন জীবনের স্বপ্ন দেখছেন তিনি।