বগুড়ার ধুনট উপজে’লায় বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আ’দালতের অ’ভিযানের খবর পেয়ে রাস্তা থেকেই পা’লিয়ে গেলেন বরযাত্রীসহ বর। তবে বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগে কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাল্যবিয়ে প্রতিরোধে ভ্রাম্যমাণ আ’দালতের মাধ্যমে অ’ভিযান পরিচালনা করেন ধুনট উপজে’লা সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম (ভূমি) আব্দুল্লাহ আল রনী। এসময় উপস্থিত ছিলেন উপজে’লা ম’হিলা বি’ষয়ক কর্মকর্তা আশরাফ আলী সহ থানা পু’লিশ।জানা গেছে,
উপজে’লার ধামাচামা গ্রামের আব্দুর রশিদের মে’য়ে সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী পলি খাতুনের বিয়ে ঠিক হয় বগুড়ার গাবতলি উপজে’লার পলা’শবাড়ি গ্রামে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় তাদের বিয়ে হওয়ার কথা ছিল। সেই হিসাবে কনে পক্ষের বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। এসময় উপজে’লা প্রশাসন খবর
পেয়ে উপস্থিত হয় বিয়ে বাড়িতে। মহুর্তের মধ্যে এ খবরটি ছড়িয়ে পড়ে চারদিকে। সংবাদ পেয়ে রাস্তা থেকে বর ও তার পক্ষের লোকজন পা’লিয়ে যান। পরে বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগে কনেপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আ’দালতের বিচারক। একই সাথে বাল্যবিয়ে না দেওয়ার শর্তে কনে পক্ষের নিকট
থেকে মুচলেকা লিখে নেওয়া হয়।ধুনট উপজে’লা ভ্রাম্যমাণ আ’দালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী বলেন, বর পক্ষের লোকজন আগেই প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে রাস্তা থেকে পা’লিয়ে গেছেন।
এ কারণে তাদের বি’রুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা যায়নি। তবে বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগে কনে পক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করে মুচলেকা লিখে নেওয়া হয়েছে।