ফ্রান্সের নিস শহরে সংঘটিত নি’র্মম হ’ত্যাকাণ্ডকে জঘন্য আখ্যায়িত করে অ’পরাধীরা মু’সলিম পরিচয়ধারী হতে পারে না বলে উল্লেখ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোব) ফ্রান্সের উপকূলীয় নিস শহরের নটর’ডেম গির্জায় এক তরুণ ছু’রিকাঘাতে তিনজনকে হ’ত্যা করে। তিউনিসিয়ান বংশোদ্ভূত ব্রাহিম আউসাউই নামের ২১ বছর ব’য়সী তরুণ স’ন্দে’হভাজন হামলকারী হিসেবে সনাক্ত হয় এবং আ’হত অবস্থায় তাকে আ’টক করা হয়।
হামল ঘ’টনার নি’ন্দায় ট্রুডো বলেন, ‘এভাবে নি’র্মমভাবে হা’মলাকারী অ’পরাধী, স’ন্ত্রাসী ও হ’ত্যাকারীরা ইসলামের পরিচয়ধারী হতে পারে না।’তিনি আরো বলেন, ‘এটি অত্যন্ত জঘন্য স’ন্ত্রাসী কর্মকাণ্ড। সর্বাবস্থায় তা পরিত্যাজ্য এবং আমাদের মূ’ল্যবোধকে অবমাননা করার মতো।’
নি’র্মম হ’ত্যাকাণ্ডকে নিস শহরের মেয়র ক্রিটিয়ান এস্ট্রোসি স’ন্ত্রাসী হা’মলা বলে বর্ণনা করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘নগরীর বৃহত্তম নটর ডেম গির্জার কাছাকাছি এ ঘ’টনা ঘটেছে। হামলকারীকে আ’টক করা হয়েছে।’সূত্র : আল জাজিরা ও কমলুপস দিস উইক