প্র’তারণার অ’ভিযোগে করা একটি মা’ম’লায় চলচ্চিত্র পরিচালক, উপস্থাপক দেবাশীষ বিশ্বাসকে কা’রাগা’রে পাঠানোর আদেশ দেন আ’দালত। কিছুক্ষণ আ’টক থাকার পরই টাকা ফেরত দেওয়ার শর্তে বা’দীর আইনজীবীর জিম্মায় জা’মিন মঞ্জুর হয় তার। গণমাধ্যমকে জা’মিনের বি’ষয়টি দেবাশীষ বিশ্বাস নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমি তো কা’রাগা’রেই যাই নি, আ’দালতে কিছুক্ষণ থেকে জা’মিন পেয়েছি। এখানে কা’রাগা’রের কথা আসলো কোথা থেকে। একটু ভু’ল বোঝাবুঝি হয়েছিল এখন সব ঠিক আছে।’ অ’ভিযোগে উল্লেখিত টাকা আগামীকাল বৃহস্পতিবার ফেরত দেওয়ার প্র’তিশ্রুতিতে বিচারক তার জা’মিন মঞ্জুর করেন বলে জানা গেছে।
দেবাশীষ বিশ্বাস আজ (বুধবার) ২৮ অক্টোবর আ’দালতে আ’ত্মসম’র্পণ করে তার বি’রুদ্ধে হওয়া প্র’তারণা মা’মলা থেকে জা’মিন আবেদন করেছিলেন। এ সময় ঢাকার অ’তিরিক্ত মেট্রোপলিটন ম্যা’জিস্ট্রেট মোহাম্ম’দ আসাদুজ্জামান নূর তাকে কা’রাগা’রে পাঠানোর আদেশ দেন।
তার কিছুক্ষণ পর আইনজীবী খন্দকার মুহিবুল হাসান আপিলের মাধ্যমে চুক্তি অনুযায়ী নেওয়া টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিতে পুনরায় জা’মিন আবেদন করেন। সেই শর্তে তার জা’মিন মঞ্জুর করেন আ’দালত। মাম’লার অ’ভিযোগ থেকে জানা গেছে, ২০১৯ সালের ৩০ জুলাই পিএনটিভি ইউটিউব চ্যানেলের মালিক লিটন স’রকার ইমন নামে একব্যক্তির স’ঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি হয়।
চুক্তি অনুযায়ী দেবাশীষ বিশ্বাসের মা গায়েত্রী বিশ্বাস প্রযোজিত চারটি বাংলা চলচ্চিত্র ‘মায়ের মর্যাদা’, ‘শুভ বিবাহ’, ‘অপেক্ষা’, এবং ‘অজান্তে’ ইউটিউব চ্যানেলে প্রচার করতে ৬০ বছরের জন্য ১ লাখ ৪০ হাজার টাকায় কিনে নেয় পিএনটিভি ইউটিউব চ্যানেল। তিনি ছবিগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করলে অন্য একটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ তার চ্যানেল বন্ধ করে দেন।
পরে খোঁজ নিয়ে বা’দী জানতে পারেন ২০১৭ সালে এ চারটি চলচ্চিত্র ইউটিউব চ্যানেলে আপলোড করার আগেই অন্য কারও কাছে বিক্রি করেছিলেন। যার ফলে ওই ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ কপিরাইট ইস্যুতে ছবিগুলো আপলোড করার পর লিটন স’রকার ইমনের চ্যানেল বন্ধ করে দেয়। ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যা’জিস্ট্রেট আ’দালতে লিটন স’রকার ইমন বা’দী হয়ে পরিচালকের নামে প্র’তারণার মা’মলা করেন।