ময়মনসিংহের তারাকান্দা উপজে’লায় যমজ দুই ভাইয়ের স’ঙ্গে যমজ দুই বোনের বিয়ে হয়েছে। এ ঘ’টনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। দুই ছেলের স্ত্রীদের দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজে’লার ৩নং কাকনি ইউনিয়নের কাকনি গ্রামে এ ঘ’টনা ঘটে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের বৌভাতের অনুষ্ঠান হয়।
স্থানীয়রা জানায়, তারাকান্দা উপজে’লার কাকনি গ্রামের রেজাউল করিম হাদি স’রকারের যমজ দুই ছেলে লিমন স’রকার ও রিপন স’রকারের স’ঙ্গে ফুলপুর উপজে’লার শালিয়াকান্দা গ্রামের হাবিবুর রহমানের যমজ দুই মে’য়ে তৃণা আক্তার ও তুষা আক্তারের বিয়ে হয়।
দুই যমজ ছেলের বাবা রেজাউল করিম হাদী বলেন, ছোটকাল থেকেই আমি ও আমার স্ত্রীর ই’চ্ছা ছিল যমজ দুই ছেলের স’ঙ্গে যমজ দুই বোনের বিয়ে দেব। একস’ঙ্গে একদিনে এক অনুষ্ঠানের মাধ্যমে গায়ে হলুদ, বিয়ে এবং বৌভাত অনুষ্ঠান করব।
তবে একস’ঙ্গে যমজ মেয়ে সহজে পাব ভাবিনি। হঠাৎ করে আমার এক আত্মীয়ের মাধ্যমে যমজ দুই মে’য়ের সন্ধান পাই। প্রস্তাব পাঠাই মে’য়ের পরিবারে। মেয়ের বাবাও এমন কথা শুনে আ’নন্দে আত্মহারা। রাজি হয়ে গেলেন বিয়েতে।
শুক্রবার দুপুরে চার লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় তাদের। শনিবার দুপুরে তারাকান্দার বরের নিজ বাড়িতে বৌভাত অনুষ্ঠান হয়। বৌভাত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছাড়াও ছেলের স্ত্রীদের দেখতে অনেকই ভিড় করেছেন।
যমজ দুই ছেলের বাবা আরও বলেন, ছেলের বউদের নিজের মে’য়ের মতো দেখব। তাদের সু’খের জন্য সবার কাছে দোয়া চাই।নববিবা’হিত রিপন স’রকার বলেন, আমরা দুই ভাই একস’ঙ্গে বড় হয়েছি। একস’ঙ্গে চলতে অভ্যস্ত। একস’ঙ্গে একদিনে দুই বোনকে বিয়ে করতে পেরে আমরা দুই ভাই অনেক খুশি। সবার কাছে দোয়া চাই।