হাজী সেলিমের ছেলের ঘরে অ’স্ত্র-চাইনিজ কুড়ালসহ যা পেলো র্যা’ব (ছবিতে)
ঢাকা-৭ আসনের স’রকার দলীয় সং’সদ সদস্য হাজী মোহাম্ম’দ সেলিমের বাড়িতে অ’ভিযান চালিয়ে আ’গ্নেয়াস্ত্র,ম’দ, বিয়ার ও ওয়াকিটকিসহ বিপুল পরিমান নিরাপত্তা সরঞ্জাম উ’দ্ধার করেছে র্যা’ব।
সোমবার দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চকবাজারের ২৬ নম্বর দেবীদাস ঘাট লেনের বাড়িতে অ’ভিযান চালিয়ে সাংসদপুত্র মোহাম্ম’দ ইরফান সেলিমকে আ’টক করা কালে বাড়ি তল্লাশি চালিয়ে ওইসব দ্রব্য উ’দ্ধার করা হয়। অ’ভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।
সরেজমিনে দেখা গেছে, চকবাজারের ২৬ নম্বর দেবীদাস ঘাট লেনের ওই বাড়ির চতুর্থ ও পঞ্চম তলাটি ডুপ্লেক্স সিস্টেমে নির্মাণ করা হয়েছে। ৪র্থ তলার উত্তর কর্ণারের রুমটিতে বসবাস করতেন এমপি পুত্র ইরফান সেলিম।
তার রুমের তোশকের নিচে ম্যাগজিন ভর্তি একটি বিদেশী পি’স্তল পাওয়া গেছে। এছাড়া ৫ম তলায় পূর্ব পাশের কর্নারে ৫টি ওয়ারল্যাস এবিএস সিস্টেম ও ৪০টি ওয়াকিটকি সেট, একটি হ্যান্ডকাপ, একটি ব’ন্দুক, বিদেশী মদের বোতল ও বিয়ার ম’দ পাওয়া গেছে। এছাড়া চায়নিজ কুড়ালও পাওয়া যায়।
এসব সরঞ্জাম ও আ’গ্নেয়াস্ত্র ফরেনসিক রিপোর্টের জন্য এখনো যে অবস্থায় ছিল, তেমনটি রেখে দেয়া হয়নি বলে জানিয়েছেন র্যা’বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।
র্যা’ব জানায়, আ’টক ইরফান মোহাম্ম’দ সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও নোয়াখালী -৪ আসনের সং’সদ সদস্য একরামুল করীম চৌধুরীরর মেয়ের জামাতা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ( সন্ধ্যা ৬টা পর্যন্ত) অ’ভিযান শেষ হয়ে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে।
প্রস’ঙ্গত, রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যার দিকে ধানমণ্ডিতে কলাবাগান ক্রসিংয়ের কাছে ঢাকা -৭ আসনের সং’সদ সদস্য হাজী মোহাম্ম’দ সেলিমের গাড়ির সঙ্গে নৌবাহিনীর কর্মকর্তা ল্যফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানের মোটরসাইকেলের স’ঙ্গে ধাক্কা লেগেছিল।
এরপরই গাড়ি থেকে ইরফান সেলিমসহ তার লোকজন নেমে লে’ফটেন্যা’ন্ট ওয়াসিম নামের ওই কর্মকর্তাকে বেদম পি’টিয়েছেন।
রাত সোয়া ১০ টার দিকে সং’সদ সদস্যের স্টিকার লাগানো গাড়ি ও নৌবাহিনীর কর্মকর্তার মোটরসাইকেল ধানমণ্ডি থানায় জ’ব্দ করা হয়। সোমবার সকাল ৮টায় হ’ত্যাচেষ্টার অভিযোগে ধানমণ্ডি থানায় মা’মলা দায়ের করা হয়।