হঠাৎ করে দেশে না’রী ও শি’শু ধ’র্ষণের ঘ’টনা বেড়ে যাওয়ার পেছনে বিএ,নপি-জামায়া,তের ষ’ড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করে,ছেন চট্টগাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেন, সর,কারকে বে,কায়,দায় ফেলার জন্য, স’রকারের ভাবমূ,র্তিকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করে তোলার জন্য তারা এ অ,স্থির,তা সৃষ্টি করছে। দিন যতোই যাচ্ছে তা স্প,ষ্ট হয়ে উঠছে।
ধ’র্ষণের মতো অপ,রাধের ঘ’টনাকে ইস্যু বানিয়ে কারা আ,ন্দোলনের নামে নতুন ষ’ড়যন্ত্রের জাল বুনছে। এ বি’ষয়ে আওয়ামী লীগের তৃণমূ’লের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
রোববার নগরীর ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন ‘এ, বি ও সি’ ইউনিট আওয়ামী লীগের পৃ,থক কার্য,করী কমিটির সভায় প্রধান আলোচকের ব,ক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনটি ইউনি,টের সভায় সংশ্নিষ্ট ইউ,নিট সভাপতি,র সভাপ,তিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভার,প্রা’প্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
বিশেষ আলোচক ছিলেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী। সভায় নগর ও ইউনিট আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।