নেতাকর্মী শূন্য বিএনপির ভোটের মাঠে। সকাল থেকেই অধিকাংশ কেন্দ্রে বিএনপির কোন এজেন্ট নেই। বাইরেও ভোটারদের স্লিপ দিয়ে সহযোগিতার ব্যবস্থা নেই। বিভিন্ন কেন্দ্র ঘুরে কোথাও বিএনপির এজেন্ট সমর্থকদের দেখা মেলেনি। এমন কি বিএনপি প্রার্থীর বাসভবন (প্রধান নির্বাচনী কার্যালয়) এর সাথে রয়েছে লাঘোয়া কেন্দ্র (যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ) এর সামনে আওয়ামী লীগ কর্মীদের সরব উপস্থিতি থাকলেও বিএনপির কোন কর্মী দেখা নি।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল নয়টা থেকে কেন্দ্র পরিদর্শনে কয়েকজন কর্মী নিয়ে সালাউদ্দিন আহমেদ কেন্দ্র পরিদর্শনে নেমে গণমাধ্যমকে জানান, ৯৫ ভাগ কেন্দ্র থেকে তাঁর এজেন্ট বের করে দেয়া হয়েছে। কিন্তু দুপুর ১২ টার পর বিএনপি প্রার্থীর যাত্রাবাড়ি প্রধান নির্বাচনী কার্যালয়ে গিয়ে দেখা গেছে, ঘরের ভে’তর শত শত নেতাকর্মী! কেউ চা খাচ্ছেন আর কেউবা বাদাম খাওয়ায় চালাচ্ছেন জম্পেশ আড্ডা। ভিআইপি নেতাদের দেখা গেছে ডাব খাওয়ার দৃশ্যতে।