ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ফেইসবুক লাইভে এসে ধ’র্ষণ মা’মলার বা’দীকে ‘দুশ্চরিত্রা’ আখ্যায়িত করায় ক’ঠোর সমালোচনার মুখে পড়েছেন। নূরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রে’প্তারের দাবি জানিয়েছেন তুরিন আফরোজ।
নূরসহ মা’মলার বাকি চার আ’সামিকে গ্রে’প্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে অ’নশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীও নূরের ওই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
অ’নশনরত ওই ছাত্রী বলেন, (নুরুল হক নূর) যা বলেছেন সব বানোয়াট, মনগড়া কথা। এরপরেও তার কথার পরিপ্রেক্ষিতে যদি ধরেও নেই আমি দুশ্চরিত্রা, তাহলে তার সহযোগী সোহাগ বা মামুন কী? তারা কি চরিত্রবান?
তিনি আরো বলেন, নূর তো শুরুতে বলেছেন, তাদের বি’রুদ্ধে আমি ষ’ড়যন্ত্র করেছি। ধ’র্ষককে রক্ষার জন্য আন্দোলন করেছে তারা। এখন আবার মামুন-সোহাগের দায় নেবে না বলছে।
ধ’র্ষক ও তাদের সহযোগীদের গ্রে’প্তার দাবিতে টিএসসির রাজু ভাস্কর্যে একাই অ’নশনে বসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী, দুই দিন পর অ’সুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। হাসপাতাল থেকে বেরিয়ে ফের সেই জায়গায় এসে অ’নশন চা’লিয়ে যাচ্ছেন তিনি