সাতক্ষীরার আ’শাশুনিতে রাস্তায় চাচার মোটরসাইকেল থেকে ত’রুণীকে নামিয়ে জা’পটে ধ’রে কা’পড় ছেঁ’ড়ার অ’ভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাসহ কয়েকজন যু’বকের বি’রুদ্ধে। নি’র্যাতিত ত’রুণী এ বি’ষয়ে আ’শাশুনি থানায় ছয়জনের নামে অ’ভিযোগ করেছেন।
তবে এখন পর্যন্ত কাউকে গ্রে’প্তার করতে পারেনি পু’লিশ। অ’ভিযুক্তরা হলেন- ওয়ার্ড ছা’ত্রলীগের সভাপতি সাকিব বিল্লাহ, রায়হান খোকা, আল আমিন মোড়ল, মো. শুভ, মামুন হোসেন বাবু ও মজনু সরদার।
অ’ভিযোগে ত’রুণী উল্লেখ করেন, গত শুক্রবার বিকেলে চাচার মোটরসাইকেলে সাতক্ষীরা যাচ্ছিলেন ওই ত’রুণী। এ সময় কাপসন্ডা স্কু’লের কাছে কয়েকজন যু’বক তাকে মোটরসাইকেল থেকে না’মিয়ে জা’পটে ধ’রে। তাকে বিয়ে করতে হবে বলে জানায় সাকিব বিল্লাহ নামের এক যু’বক।
তারা তার কাপড়ও টে’নে ছিঁ’ড়ে ফে’লে বলে অ’ভিযোগ করেন ওই ত’রুণী। পরে তিনি দৌ’ড়ে পা’লিয়ে যান। এরপরই আ’শাশুনি থানায় গিয়ে অ’ভিযোগ দেন। তবে পু’লিশ এখন পর্যন্ত কাউকে গ্রে’ফতার করতে পারেনি।
অ’ভিযোগে তিনি আরো উল্লেখ করেন, খাজরা ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাকিব বিল্লাহ, রায়হানউদ্দিন খোকা ও আলামিনসহ ছয় ব’খাটে এই ঘ’টনা ঘটিয়েছে। সাকিব বিল্লাহর ভাই খাজরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লাকি বিল্লাহ বলেন, এমন কোনো ঘ’টনা সেখানে ঘটেনি।\
আ’শাশুনি উপজে’লা ছাত্রলীগ সভাপতি আসমাউল হক জানান, অ’ভিযোগের সত্যতা পেলে সাং’গঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আ’শাশুনি থানার ওসি গোলাম কবির জানান, ওই ত’রুণী একটি অ’ভিযোগ দিয়েছেন। আমরা যাচাই বাছাই করছি। অ’ভিযোগ সঠিক হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।