লালমনিরহাটের কালীগঞ্জ উপজে’লার কাকিনা রেলস্টেশন থেকে নিয়ে গিয়ে এক কি’শোরীকে গণধ’র্ষ’ণের ঘ’টনা ঘটেছে। এ ব্যাপারে ৪ জনের নামে থানায় মা’মলা হয়েছে। এ ঘ’টনায় রকি নামের এক অটোচালককে গ্রে’ফতার করেছে কালীগঞ্জ থানা পু’লিশ। লালমনিরহাটের কালীগঞ্জ থানায় এজাহার সূত্রে জানা যায়, রংপুরের কাউনিয়া উপজে’লার টেপামধুপুর এলাকার ওই কি’শোরী লালমনিরহাটের পাটগ্রামে তার খালার বাড়িতে বেড়াতে আসে।
সেখান থেকে সন্ধ্যার ট্রেনে গত ৬ অক্টোবর নিজেদের বাড়ি রওনা হয়। ওই ট্রেনটি রাত ৮টায় কালীগঞ্জ উপজে’লার কাকিনা রেলওয়ে স্টেশন পৌঁছার পর বিলম্ব করতে থাকে। এসময় ওই কিশোরী হালকা নাস্তা খাবার জন্য প্লাটফর্মের একটি রেস্টুরেন্টে যান। নাস্তা সেরে ফিরতে সামান্য বিলম্ব হওয়ায় ট্রেনটি সে মিস করে।
ওই প্লাটফর্মে যাত্রীর জন্য অপেক্ষায় থাকা রকি (২০) নামের একজন অটোরিকশা চালক তাকে বাড়িতে পৌঁছে দেয়ার দায়িত্ব নেয়। রকি তার রিকশা ওই কি’শোরীকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে রাত আনুমানিক ১টার দিকে নিয়ে যায় স্থানীয় কাকিনা সিনেমা হল এলাকায়। সেখানে একটি রুমে নিয়ে আরেও ৩ জনসহ পালাক্রমে ধ’র্ষ’ণ করে কি’শোরীকে।
শুধু তাই নয়, তারা ওই এলাকার একটি বাড়িতে তাকে আ’টকে রাখে সুকৌশলে। বি’ষয়টি স্থানীয় কতিপয় ব্যক্তি বুঝতে পেরে সালিশের ব্যবস্থা করে। সেখানে জরিমানাও করা হয় ধ’র্ষকদের। এরপর শনিবার (১০ অক্টোবর) সকালে তারা দুই হাজার টাকা দিয়ে কি’শোরীকে বাড়িতে পাঠিয়ে দিতে গেলে সে এক ব্যক্তির সহায়তায় কালীগঞ্জ প্রেসক্লাবে যায়। সাংবাদিকরা তার সব কথা শুনে কালীগঞ্জ থানা পু’লিশকে খবর দেয়। পরে পু’লিশ এসে কি’শোরীকে থানায় নিয়ে যায়।
এ ঘ’টনায় রকিসহ বেশ কয়েকজনকে আসাসি করে কালীগঞ্জ থানায় একটি মা’মলা দা’য়ের করে মে’য়েটি। পরে পু’লিশ রকি নামের ওই অটোরিকশা চালককে রাতেই গ্রে’ফতার করে। রকি ওই উপজে’লার তুষভান্ডার ইউনিয়নের তালুক বানীনগর এলাকার রজব আলীর ছেলে। কালীগঞ্জ থানার অফিসার ই’নচার্জ আরজু মোহাম্ম’দ সাজ্জাদ হোসেন জানান, অন্য আ’সামিদের গ্রে’ফতারের জো’র তৎপরতা অব্যাহত রয়েছে।