ধ’র্ষণবি’রোধী অবস্থান কর্মসূচি থেকে স’রকার পতনের ডাক দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক কর্মসূচিতে এ ডাক দেয়া হয়।
কর্মসূচিতে বিএনপির মহাস’চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ কর্মসূচি জনগণের মধ্যে নতুন আশার আলো সঞ্চার করেছে। এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে। এ দেশের মানুষ কখনও অন্যায়ের কাছে মাথা নত করেনি। কখনও একনায়ক, স্বৈ’রাচার ও ফ্যাসিবাদকে মেনে নেয়নি।
বাংলাদেশে না’রী নি’র্যাতন বেড়ে যাওয়া প্রস’ঙ্গে জাতিসংঘের মহাস’চিবের বিবৃতি প্রস’ঙ্গে তিনি বলেন, ‘এর মাধ্যমে বাংলাদেশের মানুষের ইজ্জত মাটির স’ঙ্গে মিশে গেছে।
‘না’রী নি’র্যাতনের হার, ধ’র্ষণের হার যে বেড়ে গেছে; তাতে উ’দ্বি’গ্ন হয়ে জাতিসংঘের মহাস’চিব বিবৃতি দিয়েছেন। এটা একটা বিরল ঘ’টনা। এই বিবৃতিতে বাংলাদেশের মানুষের সম্মান মাটির স’ঙ্গে মিশে গেছে। এতে দেশের মানুষের সমস্ত ইজ্জত ন’ষ্ট হয়ে গেছে।’
তিনি বলেন, বাংলাদেশে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার নেই। গায়ের জো’রে ব’ন্দুক-পি’স্তল দিয়ে ক্ষ’মতায় আছে তারা। স’রকারের বি’রুদ্ধে একটা কিছু একটা বললেই জে’ল দেয়া হয়।
কর্মসূচি থেকে মির্জা ফখরুল না’রী, তরুণসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে বর্তমান স’রকারের বিরুদ্ধ রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘স্বৈ’রাচার পরাজিত হবে। আমরা জয়ী হব।’
নোয়াখালীর বেগমগঞ্জে ধ’র্ষণের ঘ’টনার তীব্র সমালোচনা করে বিএনপি মহাস’চিব বলেন, মাসখানেক ধরে দু’র্বৃত্তরা এ কাজ করেছে। পু’লিশ কিছু করেনি। কারণ সারা দেশে স’রকারের কোনো নি’য়ন্ত্রণ নেই। ভোটচু’রির স’রকার প্রশাসনকে ব্যবহার করেছে। তাই মানুষ আওয়ামী লীগকে ভ’য় পায় না। ভ’য় পায় পু’লিশকে।