লক্ষীপুরের রামগঞ্জে চাচা আজাদ হোসেনের হাত ধরে ৪ বছরের শি’শু স’ন্তান আলিফা আক্তারকে স’ঙ্গে নিয়ে পা’লিয়েছেন ফাতেমা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী।
রোববার রাতে উপজে’লার ৯ নম্বর ভোলাকোট ইউপির বিশনোপুর গ্রামের মুকছুদী বাড়িতে এ ঘ’টনা ঘটে।
এ বি’ষয়ে ফাতেমা আক্তারের মা সানু আক্তার সোমবার রামগঞ্জ থানায় চাচা আজাদ হোসেনের বি’রুদ্ধে একটি অ’ভিযোগ দা’য়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজে’লার ৯ নম্বর ভোলাকোট ইউপির বিশনোপুর গ্রামের মুকছুদী বাড়ির আ. রশিদের মে’য়ে ফাতেমা আক্তার মুন্নীর স’ঙ্গে চাটখিল উপজে’লার পরকোটের আলা উদ্দিনের স’ঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। এর পর তাদের সংসারে একটি কন্যা স’ন্তান আসে।
একপর্যায়ে মুন্নী তার বাড়ির আজাদ হোসেন নামে এক ব’খাটে চাচার স’ঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এরই সূত্র ধরে রোববার গভীর রাতে ফাতেমা আক্তার তার একমাত্র কন্যাকে স’ঙ্গে নিয়ে ব’খাটে চাচা আজাদ হোসেনের স’ঙ্গে পা’লিয়ে যায়।
রামগঞ্জ থানার এএসআই মো. মামুন জানান, অ’ভিযোগের আলোকে পু’লিশ চাচা আজাদ হোসেন ও প্রবাসীর স্ত্রী মুন্নীকে উ’দ্ধারের জন্য অ’ভিযান অব্যাহত রয়েছে।