বৈশ্বিক ম’হামা’রি ক’রোনার বিস্তার রোধে গত ১৭ মার্চ থেকে কয়েক ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা ম’ন্ত্রণালয়। সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কওমি মাদ্রাসার ক্ষেত্রে এই ছুটি কার্যকর হবে না।
আজ সোমবার প্রধানমন্ত্রীর স’রকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব শি’শু অধিকার দিবস এবং শি’শু অধিকার সপ্তাহ ২০২০-এর উদ্বোধ’নী অনুষ্ঠানে নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স’রকারপ্রধান বলেছেন, ‘ক’রোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারছি না। বাচ্চারা স্কুলে যেতে পারছে না। এটা বাচ্চাদের জন্য সত্যিই খুব ক’ষ্টের। কারণ ঘরের মধ্যে বসে থেকে কী করবে তারা?’
এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি উপজে’লায় শি’শুদের জন্য মিনি স্টেডিয়াম করে দেয়া হচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে যৌথ পরিবার আছে। যৌথ পরিবারের শি’শুদের খুব একটা ক’ষ্ট হয় না। কারণ নিজের আত্মীয়-স্বজন সবার স’ঙ্গে সমবয়সী অনেক পাওয়া যায়। তাদের স’ঙ্গে মিলেমিশে খেলাধুলা করে, খু’নসুটি করে, ঝগড়া করে আবার একস’ঙ্গে মিলে খেলাধুলা করে তাদের একটা সুন্দর পরিবেশ থাকে, কথা বলার একটা সুযোগ পায়।’
‘ভবি’ষ্যৎ নেতৃত্বে শি’শুদের গড়ে তুলতে স’রকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে’ উল্লেখ করে স’রকারপ্রধান বলেন, ‘খাদ্য নিরাপত্তার পাশাপাশি শি’শুর পুষ্টি চা’হিদা পূরণের দিকে আমরা বিশেষ নজর দিয়েছি। খাদ্য সম্প’র্কে সচেতনতা সৃষ্টি করা এবং স্কুলে ঝড়েপড়া বন্ধে ফিডিংয়ের ব্যবস্থা করেছি। যাতে তারা স্কুলে থাকে।’