বরগুনার বহুল আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হ’ত্যা মা’মলার অন্যতম আ’সামি ও রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ বাকি আ’সামিদের সাজা চাইলেন রিফাতের বোন ইসরাত জাহান মৌ।
তিনি বলেন, আমরা ভাইয়াকে তো আর ফিরে পাব না। মিন্নিসহ সব খু’নির দৃষ্টান্তমূ’লক সাজা হলে কিছুটা শান্তি পাব। ভাইয়ার আত্মাও শান্তি পাবে। ইসরাত বলেন, আমরা দুই ভাই-বোন। ভাই ছিল কলিজার টুকরা। ভাই ছিল আমার সাহস ও ভরসা। ভাইকে হা’রিয়ে আজ আমরা নিঃস্ব। ভাইয়ের হ’ত্যাকারীদের দৃষ্টান্তমূ’লক বিচার চাই।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) এ মা’মলার রায় ঘোষণা করবেন বরগুনার জে’লা ও দায়রা জজ আ’দালত।
মা’মলার বা’দী রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বলেন, অ’পরাধ করে কেউ পার পাবে না। কেউ আইনের ঊর্ধ্বে নন, এটাই প্রমাণ হোক। রাষ্ট্র বিচার করে দৃষ্টান্তমূ’লক শা’স্তি দিয়ে দেশবাসীকে জানিয়ে দিক,
অ’পরাধ করে কেউ বাঁচতে পারে না। মিন্নিসহ সব আ’সামির শা’স্তি চাই আমরা।
তিনি আরো বলেন, দেশের বিচার ব্যবস্থার ও’পর আমাদের আস্থা আছে। আ’দালত রিফাতের খু’নের স’ঙ্গে জ’ড়িতদের এমন শা’স্তি দিক যাতে আমরা স্বস্তি পাই।
রিফাতের মা ডেইজি আক্তার বলেন, আমি সব আ’সামির ফাঁ’সি চাই। এমন জঘন্য হ’ত্যাকাণ্ড যেন আর না হয়। আমার মতো আর কোনও মায়ের বুক যেন খালি না হয়।
২০১৯ সালের ২৬ জুন বরগুনা স’রকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে রিফাত শরীফকে (২৫) কু’পিয়ে হ’ত্যা করা হয়। পরে রিফাতকে কু’পিয়ে হ’ত্যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়।
ঘ’টনার পরদিন ১২ জনের নাম উল্লেখ করে অ’জ্ঞাত আরও পাঁচ-ছয়জনের বি’রুদ্ধে মা’মলা করেন রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ। ওই বছরের ১ সেপ্টেম্বর ২৪ জনকে অ’ভিযুক্ত করে প্রা’প্ত ও অপ্রা’প্তব’য়স্ক দু’ভাগে বিভক্ত করে আ’দালতে প্রতিবেদন দেয় পু’লিশ। এর মধ্যে প্রা’প্তব’য়স্ক ১০ জন এবং অপ্রা’প্তব’য়স্ক ১৪ জনকে আ’সামি করা হয়। মা’মলার চার্জশিটভুক্ত প্রা’প্তব’য়স্ক আ’সামি মো. মুসা এখনও প’লাতক।
রিফাত হ’ত্যা মা’মলার প্রা’প্তব’য়স্ক আ’সামিরা হলেন, রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, মো. মুসা, আয়েশা সিদ্দিকা মিন্নি, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন।