ময়মনসিংহের গৌরীপুরে সেপটিক ট্যাঙ্ক পড়ে গিয়ে সাবেক সে’নাসদস্যসহ দুই জনের মৃ’ত্যু হয়েছে। নি’হতরা হলেন, বাড়ির মালিক কামাল হোসেন (৩৫) বেলতলী গ্রামের মৃ’ত জালার উদ্দিনের ছেলে।
সে সাবেক সে’না সদস্য ও রাজমিস্ত্রী মমিনুল (৩০) সে একই গ্রামের তোতা মিয়ার মিয়ার ছেলে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজে’লার বেলতলী গ্রামে এ ঘ’টনা ঘটে।
স্থানীয় সুত্র জানায়, কামার হোসেন নিজ বাড়ির টয়লেট পরিস্কার করতে স্থানীয় সেনিটারী মিস্ত্রী মমিনুলকে কাজে রাখে। পরিস্কার করার এক পর্যায়ে অসাবধানতাবশত মমিনুল সেপটিক ট্যাঙ্কে পড়ে যায়। পরে যাওয়ার সময় অন্য একজন দেখে চি’ৎকার দিলে বাড়ির মালিক কামাল হোসেন তাকে উঠাতে গিয়ে সে নিজেও সেপটিক ট্যাঙ্কে পড়ে যায়।
পরে বাড়ির লোকজন তাদের দুজনকে সেপটিক ট্যাঙ্ক থেকে টেনে তুলতে তুলতেই সেনিটারী মিস্ত্রী মমিনুল মা’রা যায়। কামালকে আ’হত অবস্থায় উ’দ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মা’রা যায়।
বি’ষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার বোরহান উদ্দিন বলেন, এ ঘ’টনায় অপমৃ’ত্যু মা’মলা হয়েছে। ম’রদে’হ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।