ব্যবহৃত ক’নডম ধুয়ে মুছে প্যাকেজিং করে বাজারে বিক্রি করা হতো। সম্প্রতি ভিয়েতনামের একটি কারখানায় অ’ভিযান চা’লিয়ে ৩ লাখের অধিক মানহীন ক’নডম জ’ব্দ করেছে পু’লিশ। এসব ক’নডম ধুয়ে মুছে প্যাকেজিং করে বাজারে বিক্রি করার জন্য রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছিল কারাখানাটি।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, নোং’রা রাবারগু’লি পুনরায় বিক্রি করার জন্য এগুলো সংগ্রহ করে তা ভিয়েতনামের তান উয়েন টাউন-এ নিয়ে যাওয়া হতো, আর যেখানে এগু’লি পরিষ্কার ও পুনরায় নতুনের মতো আকার দেয়া হতো। ভিয়েতনামের পু’লিশ জানিয়েছে, শনিবার ওই কারখানাতে অ’ভিযান চা’লিয়ে ৩ লাখ ২০ হাজার ব্যবহৃত ক’নডম জ’ব্দ করা হয়েছে।
চ’ক্রটি এসব ক’নডমের হাজারের বেশি সংখ্যক ইতোমধ্যে বাজারে বিক্রি করে দিয়েছে। এসব মানহীন ক’নডম ব্যবহারে নানা ঝুঁ’কি রয়েছে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের অনুযায়ী পুনরায় ক’নডম ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের রো’গ সং’ক্র’মণ হতে পারে।