মি’থ্যা ত’থ্য দিয়ে ১৪ বছর ৮ মাস এম’পিওভোগ করেছেন নীলফামারী জলঢাকা বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক-কর্মচারীরা। প্রতিষ্ঠানটিতে ২য় শিফটে ক্লাস পরিচালনার অনুমতি নিলেও বাস্তবে এ শিফটে কোন ক্লাস পরিচালনা করা হয়নি।তাই, প্রতিষ্ঠানটির অধ্যক্ষসহ ১২ জন শিক্ষক-কর্মচারীর এম’পিও বাতিল করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
সোমবার অধিদপ্তর থেকে এ ১২ শিক্ষক-কর্মচারীর এম’পিও বাতিল করে আদেশে জারি করা হয়েছে।অধিদপ্তর সূত্রে জানা গেছে, মি’থ্যা ত’থ্য দিয়ে ১৪ বছর ৮ মাস এম’পিওভো’গ করেছে নীলফামারী জলঢাকা বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক-কর্মচারীরা। বি’ষয়টি ত’দন্তে ধরা পড়েছে।তাই গত ১৯ আগস্ট কারিগরি মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ ১২ শিক্ষক কর্মচারীর এম’পিও বাতিলের নির্দেশ দেয়া হয়েছিল।
সে প্রেক্ষিতে তাদের এম’পিও বাতিল করা হয়েছে।এম’পিও বাতিল হওয়া শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছেন, অধ্যক্ষ মো. আবেদ আলী, প্রভাষক মো. সাজেদুর রহমান, মো. জাহিদ ইকবাল, ধ’নপতি রায়, মো. নূরে আলম সিদ্দিকী,মোসলেম উদ্দিন, আবদুল করিম, প্রদর্শক মো. মসিউর রহমান, কর্মচারী ফিরোজা আক্তার, মো. আজিজুল ইসলাম, জেসমিন আক্তার এবং মো. ডালিমুজ্জামান।
আরও পড়ুনঃক’রোনা কাটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে মাঠের লড়াই শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। অনুষ্ঠিত হয়ে গেছে তিনটি ম্যাচও। ঘরের মাঠ ছেড়ে আমিরশাহিতে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলে কোন দল ফেভারিট সেটা নিয়ে কিছুটা স’ন্দে’হের দোলাচলে আছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
তবে আগল ভে’ঙে মাইকেল ভন জানিয়ে দিলেন আইপিএলের ১৩তম আসরে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। সদ্য সমাপ্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে রেকর্ড গড়ে শিরোপা জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। শাহরুখ খানের দলের সফলতা এবারের আইপিএলেও থাকবে বলে মনে করছেন ভন।