চীনা একাডেমি অব সায়েন্সেসের নানজিং ইনস্টিটিউটের এক দল বিশেষজ্ঞ আনুমানিক ১০ কোটি বছর আগের শুক্রাণুর সন্ধান পেয়েছেন । জার্মানি ও ব্রিটেনের বিজ্ঞানীদের স’ঙ্গে নিয়ে বিশ্বের প্রাচীনতম প্রা’ণিজ এই শুক্রাণু আবি’ষ্কার করেন তারা।
বিশেষজ্ঞ দল আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে জানায়, ছোট একটি খোলসের ভে’তরে পাওয়া প্রা’ণীর এ শুক্রাণুর ব’য়স আনুমানিক ১০ কোটি বছর। মিয়ানমারে আবি’ষ্কৃত এ শুক্রাণু বিশ্বের সবচেয়ে প্রাচীনতম বলে ধারণা বিশেষজ্ঞদের।
এর আগে প্রা’ণী দে’হের সবচেয়ে পুরাতন শুক্রাণু পাওয়া যায় আনুমানিক ৫ কোটি বছর আগের।
বুধবার এ নিয়ে বিশ্বখ্যাত রয়্যাল সোসাইটির জার্নালে প্রতিবেদন প্রকাশিত হয়। নতুন আবি’ষ্কৃত শুক্রাণুটি ওস্ট্রাকড নামে এক প্রজাতির ক্রাস্টাসিয়ান (কঠিন আবরণযুক্ত জলজ প্রা’ণী) থেকে এসেছিল, যা কখনও কখনও ‘সিড শ্রিম্প’ নামে পরিচিত। এটি মহাসাগর, হ্রদ, নদী এবং পুকুরে পাওয়া যেত।