আল্লামা শাহ আহম’দ শফীর জানাজায় অংশ নিতে যাওয়ার পথে সড়ক দু’র্ঘ’টনায় পাঁচজন আ’হত হয়েছেন।
শনিবার সকাল ৭টার দিকে সীতাকুন্ড উপজে’লার বড় দারো’গারহাট ওজন স্কেলের ১০০ গজ দক্ষিণে এই দু’র্ঘ’টনা ঘটে। আ’হতদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আল্লামা আহম’দ শফীর জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে কয়েকজন যুবক ঢাকা থেকে মাইক্রোবাসযোগে চট্টগ্রামের হাটহাজারীতে যাচ্ছিলেন।
তাদের বহনকারী গাড়িটি সীতাকুন্ডের বড় দারো’গারহাট ওজন স্কেলের কাছে আসলে নি’য়ন্ত্রণ হা’রিয়ে পেছন থেকে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়।
এতে মাইক্রোবাসের সামনের আসনে থাকা দুজন গু’রুতর আ’হত হন ও ভে’তরের আসনে থাকা অন্য তিনজন সামান্য আ’হত হন।
স্থানীয়রা তাদের উ’দ্ধার করে সীতাকুন্ড উপজে’লা স্বা’স্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গু’রুতর আ’হত দুজনকে চমেকে প্রেরণ করা হয়।
দু’র্ঘ’টনাকবলিত গাড়ি দুটিকে উ’দ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে নিশ্চিত করেন কুমিরা ফাঁড়ির ই’নচার্জ ইন্সপেক্টর সাইদুল ইসলাম।