দিনাজপুরের ঘোড়াঘাট উপজে’লা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে কু’পিয়ে গু’রুতর জ’খম করার ঘ’টনা প্রস’ঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, গতকাল রাতে বা’থরুমের ভেন্টিলেটর ভেঙ্গে মুখোশ পড়ে দুজন ইউএনও’র ঘরে প্রবেশ করে। এরপর তাকে হা’তুড়ি দিয়ে আ’ঘাত করে। তাকে শুধু নয়, তার বাবাকেও আ’ঘাত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স’চিবালয়ে জনপ্রশাসন ম’ন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ ত’থ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, এ ঘ’টনায় আইনশৃংখলা বাহিনীর একটি শ’ক্তিশালি দল কাজ করছে। তারা দ্রু’তই আমাদের জানাতে পারবেন। আমরা অপেক্ষা করছি। হঠাৎ করে এমন একটি ঘ’টনা, বি’ষয়টি খুবই দুঃ’খজনক। বি’ষয়টি কি হয়েছে এবং দু’র্বৃত্তরা কারা, তা দ্রু’তই বের করা যাবে বলে ওখানকার এসপি সাহেব আমাকে জানিয়েছেন। এরপর ক’ঠোর ব্যবস্থা নেবো।
হেলিকপ্টার যোগে ইউএনও’কে ঢাকায় নিয়ে আসা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আমরা সবচেয়ে ভালো ট্রিটমেন্ট করার চেষ্টা করছি।