ক’রোনাভা’ইরাসেের ম’হামা’রির মধ্যেও স’রকার মানুষকে হে’নস্তা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাস’চিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘বাজেট পাস হওয়ার আগেই প্রতিটি মোবাইল থেকে টাকা কা’টা হচ্ছে।
বাজেট পাস হয়নি শুধু প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে টাকা কা’টা শুরু হয়ে গেছে। অর্থাৎ জনগণের কাছে স’রকারের জবাবদিহি নাই বলে যা ইচ্ছে তাই করছে।’
আজ শনিবার সকালে রাজধানীর মোহাম্ম’দপুরে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম স্বপনের উদ্যোগে দুঃস্থদের খাবার বিতরণের সময় তিনি এ কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি করা হয়।
রিজভী বলেন, ‘এই বলছে গার্মেন্টস বন্ধ, আবার বলছে খোলা। স’রকারের বন্ধ, ছুটি, খোলার তামাশায় ঢাকায় ক’রোনা আ’ক্রান্ত বেশি। মানুষ মা’রা যাচ্ছে। লা’শের সারি দীর্ঘ হচ্ছে।
হু হু করে বাড়ছে ক’রোনা আ’ক্রান্ত রো’গী। স’রকারের অপরিণাম’দর্শিতা ও দক্ষ’তার অভাবে করুণ পরিস্থিতি বিরাজ করছে।’
তিনি বলেন, ‘স’রকার ৫০ লাখ লোককে আড়াই হাজার টাকা করে দিয়েছে। সেখান থেকে আওয়ামী লীগের নেতারাও ৫০০ টাকা করে রেখে দিয়েছে। স’রকার যে টাকা দিচ্ছে এই টাকা জনগণের।
এর আগে আওয়ামী লীগের লোকেরা ত্রাণের চাল-ডাল-তেল চু’রি করছে। আওয়ামী লীগের লোকেরা সব জায়গা থেকে মারিংকাটিং করছে।