বলিউডের অভিনেতা সুনীল শেঠীকে দেখে অভিনয়ে আ’গ্রহ পেয়েছিলেন ভারতের দক্ষিণী নায়িকা আরতি। তবে নিজের জীবনের নানা রকম বি’ষাদ, ডিপ্রেশন, বিয়ে ও বিচ্ছেদ থেকেই শেষ পর্যন্ত আর উঠে দাঁড়াতে পারেননি। যদিও অভিনয়ে নতুন করে যুক্ত হতে চেষ্টা করেছিলেন ওজন কমাতে। সেটাই যেন কাল হয়ে গিয়েছিল অভিনেত্রীর।
আরতির জ’ন্ম ১৯৮৪-র ৫ মার্চ, আমেরিকার নিউ জার্সি শহরে। সেখানেই তার বাবা শশাঙ্ক হোটেলের ব্যবসা করতেন। মা ভীমা ছিলেন গৃ’হবধূ। দুই ভাইবোনের স’ঙ্গে আরতির শৈশব কে’টেছিল আমেরিকাতেই।
বলিউডের স’ঙ্গে আরতির সরাসরি সাক্ষাৎ মাত্র ১৪ বছর ব’য়সে। ফিলাডেলফিয়ায় এক অনুষ্ঠানে তিনি সুনীল শেঠীকে নাচতে দেখেন। ভিড়ের মধ্যে আরতিকে দেখে মঞ্চে ডেকে নেন সুনীল।
মঞ্চে আরতির পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে আরতির বাবাকে সুনীল বলেন, তিনি যেন মে’য়েকে উৎসাহ দেন পরবর্তী সময়ে অভিনয়কে পেশা হিসেবে গ্রহণের জন্য।