দক্ষিণ আফ্রিকার একটি ম’সজিদে ভ’য়াবহ অ’গ্নিকা’ণ্ডের ঘ’টনা ঘটেছে। ১৩৯ বছরের পুরোনো ওই ম’সজিদটি দুরবান শহরে অবস্থিত।
স্থানীয় সময় সোমবার গ্রে স্ট্রিট নামের ওই ম’সজিদে অ’গ্নিকা’ণ্ডের ঘ’টনা ঘটেছে। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত অন্যতম বৃহৎ এই ম’সজিদে কিভাবে আ’গুন লেগেছে তা এখনও নিশ্চিত নয়।
সাউথ আফ্রিকান মু’সলিম নেটওয়ার্কের চেয়ারম্যান ফয়সাল সুলাই’মান জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগে ত্রুটি থেকেই হয়তো অ’গ্নিকা’ণ্ডের ঘ’টনা ঘটেছে। ফয়সাল সুলাই’মান এএফপিকে বলেন, এটা সম্ভবত দুর্ঘ’টনাবশত হয়েছে। ই’চ্ছাকৃতভাবে আ’গুন লাগানোর সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন তিনি।
ওই ম’সজিদে অ’গ্নিকা’ণ্ডের ঘ’টনায় হ’তাহতের খবর এখনও নিশ্চিত নয়। অ’গ্নিকা’ণ্ডের বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা গেছে লোকজন ম’সজিদের কাছে জড়ো হয়েছে। দুইতলা বিশিষ্ট ম’সজিদ ভবনে আ’গুন জ্ব’লছে।
দেখু’ন ভিডিওসহ
ঐতিহাসিক এই ম’সজিদে অ’গ্নিকা’ণ্ডের ঘ’টনায় অনেকেই সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। এই ম’সজিদে একস’ঙ্গে প্রায় ৭ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন।
ইতোমধ্যেই পরিস্থিতি নি’য়ন্ত্রণে আনতে স’ক্ষম হয়েছে দমকল বাহিনী। জরুরি বিভাগের মুখপাত্র রবার্ট ম্যাকেনজি এএফপিকে জানিয়েছেন, অ’গ্নিকা’ণ্ডে আশেপাশের আরও কিছু ভবনও ক্ষ’তিগ্রস্ত হয়েছে।
বিভিন্ন সময় অনেক বিখ্যাত লোকজন এই ম’সজিদ পরিদর্শন করেছেন। বর্ণবাদ-বি’রোধী বলিষ্ঠ কন্ঠস্বর নেলসন ম্যান্ডেলা, ব্রিটিশ গায়ক ইউসুফ ইস’লাম, বক্সিং সুপারস্টার মোহাম্ম’দ আলি এই ম’সজিদ ঘুরে দেখেছেন।