চলতে-ফিরতে, উঠতে-বসতে সারাক্ষণ শিক্ষকের দ্বারা ধ’র্ষিত ও নি’র্যাতন হওয়ার বি’ষয়টি বি’ষিয়ে তুলছিল মাশফি সুমাইয়ার জীবন। নিজের স’ঙ্গে নিজে ল’ড়াই করে, শেষ পর্যন্ত না পেরে অবশেষে আজ শনিবার আত্মহ’ত্যার পথ বেছে নেন তিনি।
আত্মহ’ত্যা করার আগে তিনি লিখে গেছেন, ‘দেশে এমন শিক্ষক আরও কোন ছা’ত্রীর জীবনে না আসুক। সবাই আমায় মাফ করবেন।’
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, মাশফি সুমাইয়ার বাড়ি পাকুন্দিয়া উপজে’লার ষাইট’কাহন গ্রামে। তাঁর বাবার নাম শামীম আহমেদ। বাড়িতে থেকেই কি’শোরগঞ্জ স’রকারি ম’হিলা কলেজে পড়াশোনা করতেন তিনি। ওই কলেজে গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের ছা’ত্রী ছিলেন সুমাইয়া।
২০১৭ সালে উপজে’লার কালিয়াচা’পড়া চিনিকল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন তিনি। বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ার সময় ওই বিদ্যালয়ের খণ্ডকালীন গণিতের এক শিক্ষক রাসেল আহমেদের কাছে প্রাইভেট পড়তো সুমাইয়া।
রাসেল আহমেদ কি’শোরগঞ্জের করিমগঞ্জ উপজে’লার নোয়াবাদ গ্রামের রহমত আলীর ছে’লে। প্রাইভেট পড়ার সময় ওই শিক্ষকের স’ঙ্গে প্রে’মের স’ম্পর্ক গড়ে উঠে সুমাইয়ার। বিয়ের প্রতিশ্রুতি পাওয়ায় এক পর্যায়ে দৈহিক স’ম্পর্কে জড়িয়ে পড়ে তারা। কিছুদিন আগে রাসেল গো’পনে অন্য মে’য়েকে বিয়ে করেন।
এমন খবর জানতে পেরে হতাশায় ভুগতে থাকে সুমাইয়া। একপর্যায়ে সইতে না পেরে আজ শনিবার সকাল ৭টার দিকে গ’লায় ওড়না পেঁ’চিয়ে আত্মহ’ত্যা করেন তিনি। খবর পেয়ে সকাল ১০টার দিকে পু’লিশ ঘ’টনাস্থলে গিয়ে লা’শ উ’দ্ধার করে ময়নাত’দন্তের জন্য কি’শোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর আধুনিক হাসপাতাল ম’র্গে পাঠিয়েছে।
আত্মহ’ত্যা করার আগে সুমাইয়ার লেখা আট লাইনের একটি ফেসবুক স্ট্যাটাস উ’দ্ধার করে পু’লিশ। এতে তিনি লিখেছেন, ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন বছর ধরে ছা’ত্রীকে ধ’র্ষণের পরে অন্য মে’য়েকে বিয়ে করে ছা’ত্রীকে আত্মহ’ত্যা করতে বা’ধ্য করায় আমা’র প্রিয় শিক্ষক। আর সেই ভাগ্যবান ছা’ত্রী আমি নিজে। আল্লাহ আমায় মাফ করো।’
সুমাইয়া আরও লিখেছে, ‘দেশে এমন শিক্ষক আরও কোন ছা’ত্রীর জীবনে না আসুক। সবাই আমায় মাফ করবেন, সদ্য এসএসসি পাস করা একটা মে’য়ে বিয়ের মানে-এসব জানতামই না। ভদ্র স্যারকে বিশ্বা’স করতাম, যা বলতো তাই শোনতাম। যাই হোক, ভাল থাক সে….বিদায়’।
অ’ভিযোগের বি’ষয়ে জানতে একাধিক বার চেষ্টা করেও শিক্ষক রাসেল আহমেদ এর স’ঙ্গে যোগাযোগ করা যায়নি।
পাকুন্দিয়া থা’নার পরিদর্শক (ত’দন্ত) মো. শ্যামল মিয়া বলেন, আজ শনিবার সকাল ৭টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওই কলেজ ছা’ত্রী আত্মহ’ত্যা করেন। ফেসবুকের স্ট্যাটাসটি তাঁর এক আত্মীয়ের নজরে পরার স’ঙ্গে স’ঙ্গে ছা’ত্রীর পরিবারকে জানানো হয়। পরে পরিবারের লোকজন ঘরের দরজা ভে’ঙে ঘরের ভিতরের আড়ার স’ঙ্গে ঝু’লন্ত অবস্থায় সুমাইয়াকে দেখতে পান। পরে খবর পেয়ে পু’লিশ গিয়ে লা’শ উ’দ্ধার করে। আত্মহ’ত্যার আগে ওই শিক্ষার্থীর লেখা ফেসবুক স্ট্যাটাসটি উ’দ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
এদিকে বিকেল ৪টার দিকে এলাকাবাসীর ব্যানারে উপজে’লার পুলেরঘাট বাজারে অ’ভিযু’ক্ত রাসেল আহমেদকে গ্রে’প্তার ও শা’স্তির দাবিতে মা’নববন্ধ’ন কর্মসূচী পালন করা হয়েছে। মা’নববন্ধ’নে অ’ভিয্ক্তু রাসেল আহমেদকে অবিলম্বে গ্রে’প্তার ও দৃষ্টান্তমূ’লক শা’স্তির দাবি জানান এলাকাবাসী।