ওরা হিংসা ধ্বং’সের বি’ষ ছড়াবে,
আমরা স্নেহ প্রীতির বী’জ বুনিবো!
দুই হিন্দু বোনের বিয়ে দিলেন এক মু’সলিম ভাই!
এটি শুধুমাত্র একটা ছবি না! এটা বর্তমান ভারতবর্ষের পটভূমিতে রচিত সা’ম্প্রদায়িক সম্প্রীতির এক অমূ’ল্য মহাকাব্য! হিংসা বিদ্বেষ বিভাজন সৃষ্টিকারীরা বাবরের উত্তরসূরীদের সম্প্রীতিপূর্ণ হৃদয় দেখে রাখুক!
নেতাজী সুভাষ চন্দ্র বসু, মহাত্মা গান্ধী, কম’রেড মোজাফফর আহম’দ, মওলানা আবুল কালাম আজাদ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, চন্দ্র শেখর আজাদ, আব্দুল গফফার সীমান্তগান্ধী প্রমুখ এমনই এক স্বাধীন দেশের স্বপ্ন বুনেছিলেন। যেখানে হিন্দু-মু’সলিম-শিখ-বৌদ্ধ আমরা একে অপরের সাথে মিশে যাবো ভালোবাসার স্রোতে! ধর্ম-জাত-পাত ভু’লে আমরা একে অপরের সতীর্থ হবো! একে অপরের সহযোগিতায় সর্বদাই পরম বন্ধুর পরিচয় দেবো!
আমাদের ডেস্টিনেশন হবে শিক্ষা-কর্ম-স্বা’স্থ্য, মাছ-ভাত-রুটি, ভাতৃত্ব-ভালোবাসা-সম্প্রীতি!
যেই স্নেহ সম্প্রীতির ভারতবর্ষে মানবতার শ’ত্রু কোন গোষ্ঠী- সে হিন্দু হোক, মু’সলিম হোক, বৌদ্ধ হোক ধর্মের নামে অধর্মের আ’গুন জ্বা’লাতে পারবে না!
আর সেই কাঙ্ক্ষিত স্বপ্নের ভারতবর্ষের জন্য বর্তমান ভারতের রাজক্ষ’মতায় অধিষ্ঠিত মানবতার শ’ত্রুর বিদ্বেষ ও বিভাজন সৃষ্টিকারীদের বি’রুদ্ধে ভারতবর্ষের সকল মানবতাবা’দী মানুষকে ঐক্যের সুরে সম্প্রীতির গানে গ’লা মেলাতে হবে, তবে স্বপ্ন সত্যি হবে।