বাল্যবিবাহ করতে আসায় ময়মনসিংহের হালুয়াঘাটের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কা’রাদ’ণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আ’দালত। শুক্রবার বিকেলে উপজে’লা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী হাকিম তানভীর আহম’দের ভ্রাম্যমাণ আ’দালতের মাধ্যমে এই আদেশ দেয়া হয়।
জানা গেছে, উপজে’লার পৌর এলাকার আকনপাড়া গ্রামের রমজান আলীর মে’য়ে ও আশুলিয়া, ঢাকার বাসিন্দা মো. মোহসিনের ছেলে আব্দুস সালামের স’ঙ্গে শুক্রবার বিয়ের আয়োজন করা হয়। এ সময় গো’পন সংবাদের ভিত্তিতে উপজে’লা প্রশাসন ও থানা পু’লিশের সহায়তায় বর আব্দুস সালামকে আ’টক করা হলেও অন্যরা পা’লিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আ’দালতের মাধ্যমে তাকে বাল্যবিবাহ নিরোধ আইনে দুই মাসের বিনাশ্রম কা’রাদ’ণ্ড প্রদানের মাধ্যমে জে’লহাজতে প্রেরণ করা হয়।
উপজে’লা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী হাকিম তানভীর আহম’দ বলেন, ময়মনসিংহ বিভাগকে এরইমধ্যেই বাল্যবিবাহমুক্ত করা হয়েছে। এখানে ছেলের ব’য়স ঠিক থাকলেও মে’য়ের ব’য়স ১৭ বছর আট মাস হওয়ায় ভ্রাম্যমাণ আ’দালতের মাধ্যমে আব্দুস সালামকে দুই মাসের বিনাশ্রম কা’রাদ’ণ্ড দিয়েছেন। ভবি’ষ্যতেও আমাদের এই অ’ভিযান অব্যাহত থাকবে।