পু’লিশের গু’লিতে নি’হত অবসরপ্রা’প্ত মেজর সিনহার সহকর্মী শিপ্রা ও সিফাতের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ায় দুই এসপির বি’রুদ্ধে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আ’দালত।
পূর্ব নির্ধারিত আদেশের দিন বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে এটি খারিজ করা হয়। এর আগে বুধবার (১৯ আগস্ট) শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন হাইকোর্ট।
শুনানিতে আ’দালত প্রশ্ন তুলে আইনজীবীকে বলেন, শিপ্রা কেনো নিজে রিট করে প্রতিকার চাইল না। জবাবে আইনজীবী বলেন, হাইকোর্টে এসে রিট করার মত মা’নসিক অবস্থায় নেই শিপ্রার।
গত রবিবার (১৬ আগস্ট) জনস্বার্থে ত’থ্য প্রযুক্তি আইনে দুই এসপির বি’রুদ্ধে উচ্চ আ’দালতের রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী মনোজ কুমার ভৌমিক।