এই সময়ের আ’লোচিত অ’ভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার পথে হাঁটছে তার ছোট বোন মিশৌরী রশিদ। মিশৌরী ১৫টিরও বেশি বিজ্ঞাপনের মডেল হয়েছেন।
তবে নাট’ক বা টেলিছবিতে অ’ভিনয় করেছেন কম। কিন্তু এবার মিথিলার মতোই মিশৌরীও নিয়মিত হচ্ছেন অ’ভিনয়ে।
গিয়াস উদ্দিন সেলিমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শিরোনামহীন’ নিয়ে বর্তমানে ব্যস্ত মিশৌরী। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে অ’ভিনয় করছেন তিনি। ঢাকার নিউ মা’র্কে’টে সোমবার এর শুটিং চলছে।
মিশৌরী রশিদ বলেন, আমা’র পরিবারটা সংস্কৃতিমনা। ছোটবেলা থেকেই নাচ-গান শিখেছি। বড় বোনদের কাজ টেলিভিশনে দেখতাম, তখন থেকেই মনে হতো আমিও কেন করব না। বিশেষ করে মিথিলা ও মিম আপু মিলে ক্লোজ আপের একটা বিজ্ঞাপনের মডেল হয়েছিল। ওই সময়ই আ’গ্রহটা আরো বেড়ে যায়।
তিনি বলেন, শুরুটা পারিবারিকভাবে হলেও নিজের ই’চ্ছাতেই আসলে অ’ভিনয় করছি। বেশকিছু মোবাইল অ’পারেটরসহ বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনে কাজ করছি। এক বছর আগে সুবর্ণা মু’স্তাফার একটি নাট’কে কেন্দ্রীয় চরিত্রে অ’ভিনয় করেছি। এরপর অ’ভিনয়ে কিছুদিন বিরতিতে ছিলাম। ফের নিয়মিত কাজ শুরু করেছি।
বছর দু-এক আগে হিমেল আশরাফের ‘জোনাকির আলো’ নামের একটি নাট’কেও কাজ করনে এই তরুণ অ’ভিনেত্রী। কিছুদিন আগে নুহাশ হু’মায়ুনের ‘পিজা ভাই’ নাট’কে কাজ করেন। অ’ভিনয় ছাড়াও নন্দিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সহকারী হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন মিশৌরী।
এ প্রস’ঙ্গে তিনি বললেন, ক্যামেরার পেছনেও কাজ করার আমা’র অনেক ইচ্ছে আছে। সে ই’চ্ছা থেকেই সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। নানা খুঁটিনাটি বি’ষয়গুলো শিখেছি। সবকিছু ঠিক থাকলে এবং সুযোগ আসলে নির্মাণও শুরু করবো।
মিশৌরী রশিদ বর্তমানে রাজধানীর একটি বেস’রকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন। আর এক সেমিস্টার পরই তার গ্রাজুয়েশন শেষ হচ্ছে।