নিউজ ডেস্ক: ৩০ বছরেরও বেশি পুরনো রেকর্ড ভে’ঙে নয়া নজির স্থাপন করলেন সিঙ্গাপুরের বছর চৌত্রিশের এক যুবক। মাত্র ২৪ ঘন্টার মধ্যে ৫৭ জন ম’হিলার স’ঙ্গে স’ঙ্গ’মে লি’প্ত হলেন ওই যুবক।
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে স্থানীয় এক প’তিতালয়ের উদ্যোগে এই অভিনব প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর আগে একটানা ৫৫ জন ম’হিলার স’ঙ্গে স’ঙ্গ’ম করতে সফল হয়েছিলেন এক পর্ন অভিনেতা।
শর্ত ছিল, আধিকারিকদের সামনেই ‘ইন্টারকোর্স’ করতে হবে। প্রতিযোগিতার নিয়ম হল, প্রতিবার স’ঙ্গ’মের সময় অন্তত ৫ মিলিলিটার করে বী’র্যপাত হতে হবে। প্রতিযোগীর জন্য একজন ফিজিওথেরাপিস্ট বরাদ্দ করা হয়।
তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ওই যুবককে বেশ কয়েকটি মেডিক্যাল পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। প্রমাণ করতে হয়েছিল, যে তিনি সম্পূর্ণ সুস্থ ও কোনও ছোঁয়াচে রো’গ তাঁর নেই।