পু’লিশের গু’লিতে নি’হত মেজর (অব:) সিনহা মোঃ রাশেদ খানের মা নাসিমা আক্তার বলেছেন, তার ছেলে সব সময় দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করত।
এছাড়াও দেশের পর্যটন শিল্পের উন্নয়নের জন্য সচেষ্ট ছিল। তাকে বিয়ের কথা বললে সিনহা বলত আম্মি এখনই বিয়ে করব না, বিয়ে করলে পিছুটান তৈরি হবে। পিছুটান তৈরি হলে দেশ বিদেশে ভ্রমণ করে দেশের জন্য ভালো কিছু করতে বা’ধাগ্রস্থ হতে হবে। সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে সিনহার মা এসব কথা বলেন।