নড়াইলে এক স’ন্তানের জননী ধ’র্ষণ মা’মলার প্রধান অ’ভিযুক্ত ধ’র্ষক রিপন মোল্যাকে গ্রে’ফতার করেছে পু’লিশ।
রবিবার (৯ আগস্ট) সকালে গো’পন সংবাদের ভিত্তিতে অ’ভিযান চা’লিয়ে কুমড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রে’ফতার করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রা’প্ত কর্মকর্তা-ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, রিপনের অবস্থানের ব্যাপারে নিশ্চিত হয়ে লোহাগড়া থানা পু’লিশের একটি দল সকালে তার বাড়িতে অ’ভিযান চা’লিয়ে আ’টক করে। পরে রিপনকে মা’মলার ত’দন্তকারী সংস্থা গো’য়েন্দা পু’লিশ-ডি’বি নড়াইল ইউনিটের হাতে হস্তান্তর করা হয়।
মা’মলা সূত্রে জানা গেছে, কুমড়ি গ্রামের এক স’ন্তানের জননীকে তার সম্প’র্কের দুই চাচা এলাকার কু’খ্যাত রিপন ও ওহিদুল মোল্যা গত বুধবার মুখ বেঁ’ধে তুলে নিয়ে গিয়ে ধ’র্ষণ করে।
পরে মে’য়েটি যাতে আইনের আশ্রয় না নিতে পরে দু’র্বৃত্তরা তাকে পরিবার পরিজনসহ দুই দিন গৃহব’ন্দী করে রাখে। সেখান থেকে পা’লিয়ে শুক্রবার স্বজনরা তাকে নড়াইল সদর হাসপালে ভর্তি করেন।
পরে শনিবার (৮ আগস্ট) রাতে লোহাগড়া থানায় রিপন, ওহিদুলসহ মোট তিন জনের বি’রুদ্ধে মে’য়েটির বাবার দা’য়ের করা মা’মলায় রিপনকে গ্রে’ফতার করা হয়।