ক’রোনাভা’ইরাসেে (কো’ভিড-১৯) আ’ক্রান্ত হয়েছেন আলোচিত মডেল সানাই মাহবুব। শা’রীরিক অবস্থা খা’রাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গ’লাব্য’থা ও কাশির স’ঙ্গে শ্বাসক’ষ্টও রয়েছে সানাইয়ের। শ’রীরও বেশ দু’র্বল। এই অবস্থায় তিনি চট্টগ্রামের একটি বেস’রকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
এ বি’ষয়ে গণমাধ্যমকে সানাই বলেন, ‘দুই সপ্তাহ আগে আমার শ’রীরে ক’রোনার লক্ষণ দেখা দেয়। আ’তঙ্ক নিয়েই নমুনা পরীক্ষা করিয়েছিলাম। অবশেষে বুধবার (৫ আগস্ট) ফলাফল এসেছে আমি কো’ভিড-১৯ পজিটিভ।’
সবার কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সানাই।
সানাই বলেন, ‘আমি দোয়া চাই ভ’য়ংকর এই ভাই’রাসের হাত থেকে যেন মুক্ত হতে পারি। আবার যেন কাজে ফিরতে পারি, সুন্দরভাবে জীবনযাপন করতে পারি।’
সানাই জানান, তার শ’রীরে ক’রোনাভা’ইরাসে শনাক্তের পর পরিবারের অন্য সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
উল্লেখ্য, দেশীয় শোবিজের আলোচিত নাম সানাই মাহবুব। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা সানাই নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। কিন্তু ক্যারিয়ার শুরু পর থেকেই বিভিন্ন সময়ে বিতর্কের শি’কার হয়েছেন তিনি।