মা’র্কিন স’রকার এবার সিরিয়ার প্রে’সিডেন্ট বাশার আল-আসাদের বড় ছেলে হাফেজ আল-আসাদের ও’পর নি’ষেধাজ্ঞা আরোপ করেছে। মা’র্কিন অর্থ ম’ন্ত্রণালয় গতকাল (বুধবার) ১৯ বছর ব’য়সি হাফেজ আল-আসাদ’সহ সিরিয়ার চার ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের বি’রুদ্ধে নি’ষেধাজ্ঞা আরোপ করে। এ খবর দিয়েছে রেডিও তেহরান
ওই ম’ন্ত্রণালয় দাবি করেছে, বাশার আল-আসাদ স’রকার সিরিয়ার কোটি কোটি ডলারের রাজস্ব দেশের জনগণের উন্নয়নে খরচ না করে যু’দ্ধের কাজে ব্যয় করছে। সিরিয়ার অর্থনীতি ধ্বং’স করে ফেলার জন্যও মা’র্কিন অর্থ ম’ন্ত্রণালয় বাশার আল-আসাদ স’রকারকে অ’ভিযুক্ত করেছে।মা’র্কিন স’রকার অভিযোগ করছে, সিরিয়া স’রকারের এসব কর্মকাণ্ডে সহযোগিতা করছে হাফেজ আল-আসাদসহ নতুন করে আরোপিত নি’ষেধাজ্ঞার শি’কার ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানগুলো।
আমেরিকা এমন সময় এসব অভিযোগ করল যখন বাশার আল-আসাদ স’রকার গত প্রায় ১০ বছর যাবত মা’র্কিন ম’দদপুষ্ট স’ন্ত্রাসীদের বি’রুদ্ধে লড়াই করছে। আমেরিকা ও তার মিত্র দেশগুলো সিরিয়ায় স’ন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে দেশটিকে ধ্বং’সের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
প্রে’সিডেন্ট বাশার আল-আসাদের বাবার নাম ছিল হাফেজ আল-আসাদ। ২০০০ সালে তার স্বাভাবিক মৃ’ত্যু হওয়ার পর বাশার আল-আসাদ দেশের ক্ষ’মতা গ্রহণ করেন। বাশার আল-আসাদের বড় ছেলে হাফেজের জ’ন্ম হয় ২০০১ সালে এবং তার ব’য়স বর্তমানে ১৯ বছর। আরব বিশ্বে বহু পিতা নিজের বাবার নামে স’ন্তানের নাম রাখেন এবং এটি সেখানকার একটি প্রচলিত রেওয়াজ।