তীব্র শ্বাসক’ষ্টে ভুগতে থাকা আইয়ুব আলীকে রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম শহরের হাসপাতালে ভর্তির জন্য এনছিলেন তার স্ত্রী। কিন্তু কয়েকটি হাসপাতাল ঘুরেও তাকে ভর্তি করাতে পারেননি।
নিরুপায় হয়ে তাকে নিয়ে বুধবার দুপুর ১২টার দিকে যান চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে। জরুরি বিভাগের সামনে অপেক্ষা করতে থাকেন ভর্তি করানোর জন্য। কিন্তু ভর্তি করানোর আগেই স্ত্রীর সামনেই মা’রা যান আইয়ুব আলী।
স্বজনরা বলছেন, সময়মতো আইয়ুব আলীকে যদি অক্সিজেন সরবরাহ করা যেত তাহলে তাকে বাঁচানো যেত। রো’গীর অবস্থা সং’কটাপন্ন হওয়া সত্ত্বেও হাসপাতালের কেউ এগিয়ে আসেননি।