একটি ভবনের পাঁচতলার কার্নিশে ঝুলছিল শি’শুটি। যেকোনো মুহূর্তেই পড়ে যাওয়ার আ’শঙ্কা। এবং ঘটলও তাই। নিজেকে ধরে রাখতে না পেরে শেষ পর্যন্ত পড়ে যেতে থাকে শি’শুটি।
কিন্তু এর মধ্যেই এক ব্যক্তি শি’শুটিকে ধরে ফে’লেন। ফলে বড় ধরনের দু’র্ঘ’টনা থেকে রক্ষা পায় শি’শুটি। ঘ’টনাটি ঘটেছে চীনের জিয়াংসু প্রদেশের হুয়াইয়ান শহরে। খবর সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।
এরই মধ্যে ঘ’টনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, মা-বাবার অগোচরে জানালা দিয়ে কোনোভাবে কার্নিশে চলে যায় শি’শুটি। এরপর বেকায়দায় কার্নিশ থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা হয় তার।
বি’ষয়টি নজরে আসে এলাকার কয়েকজন বাসিন্দার। তারা বুঝতে পারেন, যেকোনো মুহূর্তেই ঘটতে পারে অঘটন। এরপর এলাকাবাসী নির্দিষ্ট একটি স্থানে কম্বল বিছিয়ে দেন, যাতে শি’শুটি পড়ে গেলেও প্রা’ণে বেঁচে যায়।
এর মধ্যেই শি’শুটি আর নিজেকে ধরে রাখতে পারেনি। কার্নিশে ঝুলতে ঝুলতে শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয় সে। এ সময় এক ব্যক্তি ধরে ফে’লেন ওই শি’শুটিকে। এতে প্রান বেঁচে যায় শি’শুটির।