আদি কাল থেকেই আমাদের ভারতীয় সমাজে বৈবাহিক সম্প’র্ককে মানা হয় পবিত্র অটুট বন্ধ’ন যা ঈশ্বর স্থির করে থাকেন অনেক আগে থেকেই।
রাধা কৃষ্ণের জুটিকে পুজো করা হলেও বৈবাহিক সম্প’র্কের বাইরে প্রেমের সম্প’র্ক গু’লিকে আমাদের সমাজ কোনদিনই স্বীকৃতি দেয়নি। সেসব প্রেমকে সমাজ কলঙ্কিত বলেই গণ্য করেছে বারবার। অ’বৈধ সম্প’র্ক বা প্রেমকে কুনজরেই দেখা হয়ে থাকে বর্তমানে।
ইতিহাস থেকে শুরু করে বর্তমান অনেক ঘ’টনাই সাক্ষী আছে সম্প’র্কের নিয়ম নীতি না মেনে চললে কি কি মাসুল দিতে হয়েছে ভালোবাসাকে। তাই বাইরের দেশের মতো লিভ ইন রমরমা নেই ভারতে।
তবে আজ কাল পরিবর্তন আসছে মা’নসিকতায়। ভালো মন্দ ইত্যাদির মানদ’ণ্ড কিন্তু আর আগের মতো নেই।
শহরের দিকে বাড়ছে লিভ ইন করা জুগলের সংখ্যা। বিয়ে নামক প্রতিষ্ঠানে যদি বিশ্বাস না থাকে তবে তাকে বোঝা বানানোতে বিশ্বাস করছে না নতুন প্রজ’ন্ম।
তারা ডিয়ার জিন্দেগি ছবির ডঃ জাহাঙ্গীরের ধ্যান ধারণায় বিশ্বাসী। বৈবাহিক সম্প’র্কের শীল মোহর লাগার আগে একে অপরকে ভালভাবে চিনে নেয়াই ঠিক।