বি সি সি আই সভাপতি ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গু’লি যেকোনো উপায়ে আই পি এল আয়জনের কথা ভাবছেন। ২০২০ আই পি এল আসর ক’রোনা ভাই’রাস এর কারনে মাঠে গড়ায় নি এখনও তবে সৌরভ গাঙ্গু’লি এ বছর তেরো তম আই পি এল আয়োজনে সব রকম চেষ্টা চা’লিয়ে যাচ্ছেন।
চলতি বছরের ২১ মার্চ আই পি এল আয়জনের কথা থাকলেও বিশ্ব ব্যাপী ছড়িয়ে পরা মরনঘাতি ক’রোনা ভাই’রাসের প্রকপে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ২০২০ আই পি এল এর ১৩ তম আসরকে ।
জনপ্রিয়তার শীর্ষে থাকা ফ্রাঞ্ছাইজি ভিত্তিক এ ক্রিকেট আসর এবার মাঠে না গড়ালে বিপুল পরিমান অর্থ হারাবে ভারতীও ক্রিকেট বোর্ড। তাই সৌরভ গাঙ্গু’লি চাইছেন এ বছরের মধ্যেই এ বারের আসর শেষ করতে। যদিও ৮ টি দল নিয়ে মাস ব্যাপী এ টুর্নামেন্ট আয়োজন বেশ ঝুঁ’কিপূর্ণ ।
এ দিকে আই পি এল আয়োজনকে সামনে রেখে আই সি সি’র সভায় বরাবর ই বৈশ্বিক টুর্নামেন্ট আয়জনের বি’রোধিতা করে আসছে ভারতীও বোর্ড কর্তারা ।