আবারও সৌদি রাজপরিবারে অস্থিরতার খবর দিলো পশ্চিমা গণমাধ্যম। জানা গেছে, গ্রে’ফতারকৃত সাবেক যুবরাজ মোহাম্ম’দ বিন নায়েফের বি’রুদ্ধে দু’র্নীতি ও রাষ্ট্রদ্রোহিতার নতুন অভিযোগ আনতে যাচ্ছে রিয়াদ।
মুক্তি পেতে হলে সমঝোতার অংশ হিসেবে দেড় হাজার কোটি ডলার ক্ষ’তিপূরণ দিতে হতে পারে তার। সূত্রের বরাতে ওয়াশিংটন পোস্টের দাবি, স্ব’রা’ষ্ট্রমন্ত্রী থাকাকালীন তার বি’রুদ্ধে হাজার কোটি ডলার তছরূপের অভিযোগ গঠনের তোড়জোড় চালাচ্ছে দু’র্নীতি দ’মন কমিটি।
বলা হচ্ছে, ক্ষ’মতা আরও পাকাপোক্ত করতে এ তৎপরতা চালাচ্ছেন বর্তমান যুবরাজ মোহাম্ম’দ বিন সালমান। মূ’ল লক্ষ্য, এক সময়ের প্রতিদ্ব’ন্দ্বী নায়েফকে স্থায়ীভাবে সরিয়ে দেয়া।
২০১৭ সালে চাচাতো ভাই নায়েফকে সরিয়ে ক্রাউন প্রিন্সের দায়িত্ব পান বিন সালমান। সে বছরই দু’র্নীতি দ’মনের অংশ হিসেবে রাজপরিবারে শুরু হয় ব্যাপক ধরপাকড়। এরই ধারাবাহিকতায় গেলো মার্চে গ্রে’ফতার হন সৌদি রাজপরিবারের তিন প্রভাবশালী সদস্য; যার অন্যতম নায়েফ।