এন্ড্রু কিশোরের মৃ’ত্যুতে শো’ক প্রকাশ করেছেন শাকিব খান। তিনি বলেন, ‘দেশবরেণ্য সংগীতশিল্পী, প্লেব্যাক সম্রাট ‘এন্ড্রু কিশোর’ এর মৃ’ত্যুর মাধ্যমে বাংলাদেশের সংগীত আরো একজন লিজেন্ডকে হারালো।
এই ক্ষ’তি কখনোই পূরণ হওয়ার নয়। যেখানেই থাকবেন ভালো থাকবেন রোমান্টিক গানের মাস্টার ভ’য়েস। এমন গুণীজনের মৃ’ত্যুতে আমি গভীরভাবে শো’কাহত ও ম’র্মাহত।’
কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরেই ক্যানসারের স’ঙ্গে লড়াই করছিলেন। অ’সুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন এই নন্দিত গায়ক।
সেখানে গিয়ে গত ১৮ সেপ্টেম্বর তার শ’রীরে ক্যানসার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে ছিলেন তিনি। গত ১১ জুন একটি বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন অ্যান্ড্রু কিশোর। এরপর তিনি রাজশাহীতে বসবাস করছিলেন।