নিজস্ব প্রতিবেদক: কোভিড-19 ক’রোনাভা’ইরাসেের প্রাদুর্ভাবে ম’হামা’রি চলছে। সারা বিশ্বে প্রা’ণঘা’তী এই ভাই’রাসের সং’ক্র’মণ ঠে’কাতে চলছে লকডাউন। ক’রোনার বিস্তার ঠেকানোর একটা পদক্ষেপ হিসাবে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বেচ্ছায় নিজেকে আলাদা করে রাখা অর্থাৎ সেলফ আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
কোভিড-19 মানুষের মধ্যে এতটাই আ’তঙ্ক সৃষ্টি করেছে যে, বাড়ি থেকে বের হওয়ার আগে নিজেকে বাঁচাতে সবরকম ব্যবস্থা নিচ্ছেন সবাই। প্রত্যেকেই সং’ক্র’মণ এড়াতে প্রতিটি ছোট ছোট বি’ষয়ে সাবধানতা অবলম্বন করছেন।
বাড়ি থেকে বের হওয়ার আগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং ফেরার পর জামা কাপড় পরিবর্তন করে তা ধুয়ে ফেলা ও হাত, পা, মুখ পরিষ্কার করা, গোসল করে নেয়া ইত্যাদি নিয়ম মেনে চলছেন সবাই। পাশাপাশি বিল্ডিংয়ের লিফট ব্যবহার করাও এড়িয়ে চলছেন।
বিশেষজ্ঞদের মতে, লিফটের বোতাম থেকেও ক’রোনাভা’ইরাসে সং’ক্র’মণের আ’শঙ্কা থাকে। সাবধান হতে হবে।
যদি কোনও আ’ক্রান্ত ব্যক্তি তার আঙুল দিয়ে লিফটের বোতাম প্রেস করে তাহলে তার শ’রীরে থাকা ভাই’রাস বোতামের গায়ে থেকে যায়। তারপরে যদি কোনও সুস্থ ব্যক্তি সেই বোতাম প্রেস করেন তাহলে ভাই’রাসটি তার শ’রীরে ঢুকে যায়। এভাবেই লিফট থেকে সং’ক্র’মণ ছড়াতে পারে।
দেখে নিন লিফট থেকে ক’রোনা বিস্তার ঠে’কাতে কী কী সতর্কতা অবলম্বন করবেন। লিফট ব্যবহারের ক্ষেত্রে যে সাবধানতা মেনে চলবেন…
১) লিফটে ঢোকার আগে অবশ্যই মুখে মাস্ক পরে থাকবেন।
২) লিফটের গায়ে হেলান দিয়ে দাঁড়াবেন না।
৩) লিফটের বোতাম চা’পার ক্ষেত্রে টুথপিক, ইয়ারবাড বা টিস্যু পেপার ব্যবহার করুন।
৪) যে জিনিসটি বোতাম চা’পার ক্ষেত্রে ব্যবহার করেছেন সেটি যাতে আপনার শ’রীরের কোনও অংশে না লাগে, সেদিকে খেয়াল রাখু’ন।
৫) এরপর সেটি ঢাকনাযুক্ত ডাস্টবিনে ফে’লে দিন।
৬) তারপর হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিন অথবা স্যানিটাইজার লাগান।
লিফট ব্যবহারের পাশাপাশি আপনি যদি সিঁড়ি ব্যবহার করেন সেক্ষেত্রেও কিছু নিয়ম বিধি মেনে চলা আবশ্যক।
সিঁড়ি ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে সিঁড়ির রেলিংগু’লি যেন আপনার দ্বারা কোনওভাবে স্পর্শ না হয়। কারণ, অজান্তে কোনও কভিড-19 দ্বারা আ’ক্রান্ত ব্যক্তি রেলিং স্পর্শ করে থাকলে তা থেকে আপনিও আ’ক্রান্ত হতে পারেন।
ভু’লবশত আপনি যদি রেলিং স্পর্শ করেন তবে অন্য কোথাও স্পর্শ না করে তৎক্ষণাৎ সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন।