আন্তর্জাতিকঃ ধ’র্ষক জেফরি ইপস্টেইনের সাবেক বান্ধবী ঘিসলাইনে ম্যাক্সওয়েল গত বৃহস্পতিবার আ’টক হয়েছেন। শি’শুদের ধ’র্ষণ ও যৌ’ন নি’পীড়নের সহায়তার পাশাপাশি নিজেও অংশ নেওয়ার অ’ভিযোগ উঠেছে ওই না’রীর বি’রুদ্ধে। নাম প্রকাশ না করার শর্তে এক না’রী অ’ভিযোগ করেছেন, ১৪ বছর ব’য়সের পর থেকে ঘিসলাইনে ম্যাক্সওয়েল তাকে বহুবার ধ’র্ষণ করেছেন।
তিনি আরো দাবি করেন, ঘিসলাইনে আমাকে ধ’র্ষণ করতেন। আমি বলতে পারি, তিনি আমাকে ২০-৩০ বারের বেশি ধ’র্ষণ করেছেন। সেই ডাইনি হলেন জেফরি ইপস্টেইনের মতো। ওই না’রী (ঘিসলাইনে) একজন ধ’র্ষক। ভু’ক্তভোগী ওই না’রী এও মনে করেন, তিনি মুখ খোলার পরে অন্যরাও ঘিসলাইনের বি’রুদ্ধে নিজেদের ভোগান্তির কথা তুলে ধরবে।
এ ব্যাপারে তিনি বলেন, আমি মনে করি ঘিসলাইনে যে অবস্থানে আছেন, সেখান থেকে সরে এসে তার কৃতকর্মের শা’স্তি হওয়া দরকার। আর সারাজীবন তিনি নিজের কর্মফল ভোগ করবেন। তিনি আরো জানান,
১৪ বছর ব’য়স থেকে ১৬ বছর পর্যন্ত আমি তার নি’র্যাতনের শি’কার হয়েছি। ঘিসলাইনের প্রে’মিক জেফরির ধ’র্ষণে আমি গ’র্ভবতী হয়ে যাই। আর সে কারণে তাদের কাছ থেকে কিছুটা মুক্তি মেলে। অবশ্য আমি গ’র্ভবতী হওয়ার জেরে আমার পরিবার চ’রম ভোগান্তিতে পড়েছিল।
গ’র্ভপাতের পর ঘিসলাইনের দলের লোকজন আমাকে সংঘবদ্ধ ধ’র্ষণ করেছিল। এমনকি আমাকে বিবস্ত্র করে বাড়িতে নামিয়ে দিয়ে প্রা’ণে মে’রে ফেলার হু’মকিও দেওয়া হয়েছিল। যেন পু’লিশের কাছে কিছু না বলি, সেজন্য তারা এমন করেছিল বলেও জানান তিনি। তিনি আরো বলেন, আমি ওই সময়ই প্রতিজ্ঞা করি, জীবনে কখনো সুযোগ পেলেই এই অ’ত্যাচারের ব্যাপারে মুখ খুলবো।