আন্তর্জাতিক ডেস্ক : ক’রোনাভা’ইরাসে প্রথম ধরা পড়ে চীনে। এখন পর্যন্ত বিশ্বে ক’রোনায় আ’ক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটির বেশি। এতে মা’রা গেছে ৫ লক্ষাধিক মানুষ।
এই ভাই’রাস মোকাবেলায় বিশ্বের শতাধিক গবে’ষণা প্রতিষ্ঠান ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে। এর মধ্যে অক্সফোর্ডের ভ্যাকসিন এগিয়ে আছে বলে খবর প্রকাশিত হয়েছিল।
কিন্তু সবাইকে ছাড়িয়ে এবার ক’রোনার ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে চীন। সোমবার (২৯ জুন) এ খবর দিয়েছে ইয়াহু নিউজ। খবরে বলা হয়েছে, দেশটির সে’নাবা’হিনীর গবে’ষণা শাখা এবং স্যানসিনো বায়োলজিকসের (৬১৮৫.এইচকে) তৈরি একটি কোভিড-১৯ ভ্যাকসিন মানব শ’রীরে প্রয়োগের অনুমতি পেয়েছে।
তবে আপাতত ভ্যাকসিন শুধুমাত্র সে’নাবা’হিনীর মধ্যে ব্যবহার করা হবে। স্যানসিনো বলেছে, চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন গত ২৫ জুন এডি৫-এনকোভ ভ্যাকসিনটি সৈন্যদের দে’হে এক বছরের জন্য প্রয়োগের অনুমোদন দিয়েছে। স্যানসিনো বায়োলজিকস এবং একাডেমি অফ মিলিটারির একটি গবে’ষণা ইনস্টিটিউট যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে।