হেফাজতে ইসলামের যুগ্ম মহাস’চিব মাওলানা মামুনুল হক একজন বাংলাদেশি দেওব’ন্দি ইসলামি পণ্ডিত, রাজনীতিবিদ, ইসলামি বক্তা, লেখক ও সমাজ সংস্কারক।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) ফেসবুক লাইভে এসে মাওলানা মামুনুল হক এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, আমার স্ত্রীর স’ঙ্গে আমি কী বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ফোনালাপ ফাঁ’স করে আমার ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ন করা হয়েছে।
এটি যেমন দেশের আইনেও অ’পরাধ তেমনি ইসলামী বিধানেও চ’রম গুনাহর কাজ। সুতরাং আমার ব্যক্তিগত ফোনালাপ যারা ফাঁ’স করেছে তাদের বি’রুদ্ধে আইনি ব্যবস্থা নেব।
মামুনুল হক আরও বলেন, যেভাবে একের পর এক মানুষের ব্যক্তিগত ফোনালাপ ফাঁ’স করা হচ্ছে, এটি দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না।