বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহ’ত্যার বি’ষয়টি অনেকে মানতে নারাজ। তিনি খু’ন হয়েছে বলে উচ্চপর্যায়ের ত’দন্তের দাবি করেছেন এই তারকার পরিবারের সদস্যসহ বেশ কয়েকজন তারকা।
এদিকে, সুশান্তের ম’য়নাত’দন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে পেয়ে তা প্রকাশ করেছে মুম্বাই পু’লিশ। এই রিপোর্টে বলা হয়েছে, গ’লায় ফাঁ’স দেওয়ার কারণে শ্বাস বন্ধ হয়ে মৃ’ত্যু হয়েছিল সুশান্তের। তাছাড়া তার শ’রীরে লড়াইয়ের চিহ্ন বা কোনও রকম বাহ্যিক আ’ঘাতের প্রমাণ নেই। তার হাত-পায়ের নখও ছিল একদম পরিষ্কার। তাই রিপোর্ট অনুযায়ী সুশান্ত যে আত্মহ’ত্যা করেছেন তা স্পষ্ট।
এর আগেও সুশান্তের ম’য়নাত’দন্ত করা হয়েছিল। তিনজন চিকিৎসকের স্বাক্ষর করা ওই রিপোর্টেও সুশান্তের মৃ’ত্যুর একই কারণ উল্লেখ্য করা হয়েছিল। তবে এবার চূড়ান্ত রিপোর্টে ৫ জন চিকিৎসকের সই রয়েছে।
সুশান্তের ভিসেরা সংরক্ষণ করে তা রাসায়নিক পরীক্ষার পর ময়নাত’দন্তে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রাতে সুশান্তের বাড়ি থেকে তার ঝু’লন্ত ম’রদে’হ উ’দ্ধার করে পু’লিশ।