আপনি কি সাজতে খুব ভালবাসেন?তবে জেনে রাখু’ন গ’র্ভাবস্থায় মেকআপ ব্যবহার করলে ক্ষ’তি হতে পারে আপনার গ’র্ভস্থ স’ন্তানের। পাবলিক লাইব্রেরি অব সায়েন্স ওয়ানের এক গ’বেষ’ণায় উঠে এসেছে এমনই ত’থ্য। মায়ের কসমেটিক্সে থাকা রাসায়নিক পদার্থের প্রভাবে কমে যায় গ’র্ভস্থ শি’শুর বুদ্ধি।
কোন কোন কসমেটিক্স থেকে সাবধান থাকবেন?
নেল পলিশ, হেয়ার ড্রায়ার, লিপস্টিক, হেয়ার স্প্রে, সাবান
কী ব্যবহার করবেন?
১) কেমিক্যাল ছাড়া সানস্ক্রিন লোশন।
২) নামী ব্র্যান্ডের সাবান, লিপস্টিক।
জরুরি সতর্কতা:
১) মনে রাখবেন মায়ের খাবার যেমন গ’র্ভস্থ শি’শুর শ’রীরের জন্য উপকারী, তেমনই কসমেটিক্সের রাসায়নিক শি’শুর বিকাশ কমাবে।
২) প্রয়োজন না হলে মেকআপ করবেন না।
৩) শীতে ত্বক যাতে নরম থাকে তার জন্য চিকিত্সকের পরামর্শ নিয়ে প্রসাধ’ন ব্যবহার করুন।
মনে রাখবেন, আপনি ভাল থাকলে সুস্থ থাকবে আপনার স’ন্তানও। আপনার বাহ্যিক সৌন্দর্যপ্রীতি মা’রাত্মক ক্ষ’তি করতে পারে অনাগত শি’শুটির। যেহেতু তার জন্য এতকিছু ছাড় দিচ্ছেন, আর কটা দিন কেমিকেল সমৃদ্ধ প্রসাধ’ন এড়িয়ে চলা কি যায় না?