করোনাভাই’রাস ম’হামা’রীর মধ্যে স’রকার সকল ধরণের স’রকারি চাকরির নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে। তবে পরিস্থিতির উন্নতি সাপেক্ষে নভেম্বর মাসের মধ্যে ওইসব পরীক্ষা নেয়ার চিন্তা-ভাবনা করছে স’রকার। জনপ্রশাসন ম’ন্ত্রণালয় থেকে এমন ত’থ্যই জানা গেছে।
ক’রোনার কারণে আ’টকে গেছে ৩৮, ৪০, ৪১তম বিসিএস ও নন-ক্যাডার চাকরির পরীক্ষাসহ পাবলিক সার্ভিস কমিশনের ১৩টি পরীক্ষা। এছাড়া, খাদ্য অধিদফতর, সড়ক ও জনপথ অধিদফতর, কৃষি সম্প্রসারণ অধিদফতর, জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষাসহ অনেক পরীক্ষা স্থগিত আছে।
এদিকে, এমন পরিস্থিতিতে স’রকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে নির্ধারিত ব’য়স পেরিয়ে যাওয়া ব্যক্তিরা রয়েছেন বেশ চিন্তায়। তবে, বি’ষয়টি নিয়ে স’রকারের উচ্চপর্যায়ে আলোচনা হবে বলে জানা গেছে। আলোচনায় ব’য়স শিথিল করা হলে তখন সবাই পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে ক্ষ’তিগ্রস্ত সবাইকে প্রণোদনা দেয়ার মতো চাকরিপ্রার্থীদেরও ক্ষ’তি বিবেচনায় বি’ষয়টি অগ্রাধিকার পাবে বলে শোনা যাচ্ছে।